প্রতিবেদন : সর্বশেষ বউবাজার বিপর্যয়ের পর কেটে গিয়েছে পাক্কা ২৪ দিন। এখনও মেলেনি ক্ষতিপূরণ। এই পরিস্থিতিতে শনিবার দুপুরে ঘরছাড়াদের বিক্ষোভে ফের উত্তপ্ত বউবাজার। বিক্ষোভকারীরা বলছেন, ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হবে, আশ্বাস দিয়েছিল কেএমআরসিএল। কিন্তু ২৪ দিন কেটে গেলেও ক্ষতিপূরণ মেলেনি। তাই কোনও উপায় দেখে রাস্তায় নেমেছেন তাঁরা। বিক্ষোভ চললেও এই নিয়ে কেএমআরসিএল-এর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন-পিকনিক মানচিত্রে লাউদোহার ইকো-ট্যুরিজম পার্ক
গত মাসেই ফের ইস্ট-ওয়েস্ট মেট্রোর খননের জেরে বউবাজারে ফাটল দেখা যায় বেশ কয়েকটি বাড়িতে। তার জেরেই ছড়ায় আতঙ্ক। ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। পরে তাঁদের অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর গৃহহীনদের সমস্যা সমাধানে সব পক্ষ বৈঠকে বসে। মেট্রো, পুলিশ, পুরসভা, রাজ্য সরকার, ও স্থানীয় জনপ্রতিনিধিরা বসে ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিয়ে সিদ্ধান্ত নেন। কিন্তু এখনও অনেক পরিবার নিজেদের বাড়িতে ফিরতে পারেননি। তাঁরা কেউ মেট্রোর ঠিক করে দেওয়া ভাড়া বাড়িতে, কেউবা হোটেলে রয়েছেন।
আরও পড়ুন-বিচারপতি নিয়োগ
এর আগেও আরও দু’বার বউবাজারে মেট্রোর কাজের জেরে দুর্ঘটনা ঘটে। পরে মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দেয় কয়েকটি বাড়ি আর মেরামত করা সম্ভব নয়, সেগুলিকে নতুন করে তৈরি করে দেওয়া হবে। কিন্তু তৃতীয়বারের বিপর্যয়ে যাঁরা ঘর ছেড়েছেন তাঁদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছিল। কিন্তু ঘটনার ২৪ দিন পরও তাঁরা তা না পাওয়ায় এদিন বিক্ষোভে নামলেন।