বিচারপতি নিয়োগ

এর পরই রিজিজু স্পষ্ট বলেন, বিচারপতি নিয়োগের কলেজিয়াম অবস্থায় আদৌ খুশি নন তিনি। কারণ এর মধ্যে একটা জটিল রাজনীতি রয়েছে।

Must read

সুপ্রিম কোর্ট ও বিভিন্ন হাইকোর্টের বিচারপতি নিয়োগের চলতি পদ্ধতি যথেষ্টই অস্বচ্ছ বলে মনে করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। এক বেসরকারি সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে রিজিজু বলেন, সব দেশেই সরকার বিচারপতিদের নিয়োগ করে থাকে। কিন্তু ভারত হল ব্যতিক্রম। এদেশে বিচারপতিরা নিজেরাই ঠিক করেন, কাকে কোথায় বিচারপতি হিসেবে নিয়োগ করা হবে।

আরও পড়ুন-অভিযোগ কেজরির

এর পরই রিজিজু স্পষ্ট বলেন, বিচারপতি নিয়োগের কলেজিয়াম অবস্থায় আদৌ খুশি নন তিনি। কারণ এর মধ্যে একটা জটিল রাজনীতি রয়েছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেন, কলেজিয়াম মূলত সেই সমস্ত বিচারপতিদের নামে সুপারিশ করে, যাঁদের তারা চেনে। কিন্তু একজন যোগ্যতম মানুষকে না চেনার কারণে কলেজিয়াম কখনওই তাঁর নাম সুপারিশ করে না। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে একটি স্বচ্ছ ব্যবস্থা চালু করার। যাতে সকলের জবাবদিহির দায় থাকে।

Latest article