প্রতিবেদন : ট্যুইটার কেনার পরই এলন মাস্ক সংস্থায় বিপুল পরিমাণ কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিলেন। সেই আশঙ্কাকে সত্যি করেই ট্যুইটার কেনার কয়েকদিন পরই সংস্থার প্রায় অর্ধেক কর্মীকে ছেঁটে ফেলেন মাস্ক। এলন মাস্কের এহেন সিদ্ধান্তের কারণে চাকরি যাওয়া কর্মীদের কাছে ক্ষমা চেয়ে নিলেন টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি (Jack Dorsey- Twitter)।
ট্যুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক শনিবার এক ট্যুইট বার্তায় চলতি পরিস্থিতির দায় নিজের কাঁধে নিয়েছেন। জ্যাক (Jack Dorsey- Twitter) দুঃখপ্রকাশ করে ট্যুইট করেন, আমার তৈরি করা নেটমাধ্যম খুব দ্রুত জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিল। তার ফলেই সংস্থার এই পরিণতি। ট্যুইটারে যাঁরা চাকরি করতেন এবং এখনও করেন তাঁরা সকলেই অত্যন্ত দক্ষ। তাঁরা সকলেই সবরকম পরিস্থিতির মোকাবিলায় সক্ষম। অবস্থা যত কঠিনই হোক না কেন, তাঁরা ঠিক কোনও না কোনও পথ খুঁজে পাবেন। আমি জানি যে বর্তমান পরিস্থিতির জন্য অনেকেই আমার ওপর হতাশ ও ক্ষুব্ধ। সকলের এই পরিস্থিতির জন্য আমি দায়বদ্ধ। আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী। উল্লেখ্য, গত সপ্তাহেই ট্যুইটার কিনে নেন মাস্ক।
আরও পড়ুন-ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নজরদার চিনা গুপ্তচর জাহাজ
ট্যুইটারের মালিকানা পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ট্যুইটারের সিইও পরাগ আগরওয়াল, লিগাল এগজিকিউটিভ বিজয়া গাড্ডে, চিফ ফিনান্সিয়াল অফিসার নেড সিগাল এবং জেনারেল কাউন্সেল শিন এজেটকে ছাঁটাই করেন মাস্ক। তার দিনকয়েক পরেই সংস্থার প্রায় প্রায় চার হাজার কর্মীকে ছেঁটে ফেললেন মাস্ক। উল্লেখ্য, ২০০৬ সালে ট্যুইটার শুরু করেছিলেন জ্যাক। ২০০৭ সাল থেকে তিনি ট্যুইটারের ডিরেক্টর পদে ছিলেন।