বেনিয়ম বরদাস্ত নয়

Must read

সংবাদদাতা, বর্ধমান : আইএনটিটিইউসির ব্যানার, হোর্ডিং লাগিয়ে ইউনিয়ন করা যাবে না। জেলা সভাপতিদের অনুমতি না থাকলে রাজ্য কমিটি সেই ইউনিয়নকে কোনওভাবেই অনুমোদন দেবে না। কোনও অনিয়ম বরদাস্ত করবে না দল। রবিবার বর্ধমানের স্টেশন চত্বরে আইএনটিটিইউসি-র জেলা কমিটির ডাকে প্রথম কেন্দ্রীয় সমাবেশে স্পষ্টভাবে জানিয়ে দিলেন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (INTTUC- Ritabrata Banerjee)। তিনি বলেন, দলের নাম নিয়ে কোনওরকম অন্যায় বরদাস্ত করা হবে না। কোনও অভিযোগ কানে এলেই নেওয়া হবে ব্যবস্থা। এদিন এই সভায় উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। কেন্দ্রের শ্রমবিরোধী নীতির বিরুদ্ধে তিনি বলেন, কোড দিয়ে শ্রমিকদের অধিকার খর্ব করা যাবে না। এই নিয়ম বাতিলের দাবিতে সভা চলবে। এই প্রসঙ্গে ঋতব্রত (INTTUC- Ritabrata Banerjee) বলেন, কেন্দ্রীয় সরকারের নতুন এই শ্রম আইনে ৮ ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টা কাজ করাবে শ্রমিককে। যা মানা সম্ভব নয়। এজন্যই সমস্ত শ্রমজীবী মানুষকে এক হয়ে লড়াই করতে হবে। ফেব্রুয়ারি পর্যন্ত এই বিষয়টিকে সামনে রেখে রাজ্যের প্রতিটি জেলায় হবে সমাবেশ। এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা পরিষদ সভাধিপতি শম্পা ধাড়া, জেলা মহিলা সভানেত্রী শিখা সেনগুপ্ত, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, জেলা আইএনটিটিইউসি সভাপতি সৈয়দ মহম্মদ সেলিম সহ কেতুগ্রাম, মেমারির বিধায়করাও।

আরও পড়ুন-দুয়ারে সরকারে দাঁতের চিকিৎসা

Latest article