সংবাদদাতা, জঙ্গিপুর : নানা টালবাহানার পর প্রায় চার বছর পর শুরু হল মুর্শিদাবাদে ফরাক্কা ব্যারাজের উপর ৩৪ নম্বর জাতীয় সড়ক সংস্কারের কাজ। আর শঙ্কামতো, প্রথম দিনই প্রবল যানজট। যদিও যানজট নিয়ন্ত্রণে রাজ্য প্রশাসন সর্বাত্মক উদ্যোগ নিয়েছে। ২২৮৫ মিটার দীর্ঘ দুটি লেন সংস্কার হবে। কাজ চলার সময় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে না।
আরও পড়ুন-শ্রমিক-মালিক সুসম্পর্ক তৈরি, অনুঘটক আইএনটিটিইউসি
মেরামতের সময় মালদা-মুর্শিদাবাদ জেলায় জাতীয় সড়কে যানজট নিয়ন্ত্রণ নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে ফরাক্কার গঙ্গাভবনে এক প্রশাসনিক বৈঠক হয়। সেখানে দুই জেলার পুলিশ আধিকারিকরা ছাড়াও সিআইএসএফ ও ব্যারাজ প্রকল্পের আধিকারিকরা ছিলেন। উত্তরবঙ্গের সঙ্গে সড়ক ও রেলপথে দক্ষিণবঙ্গের যোগাযোগের একমাত্র মাধ্যম ফরাক্কা সেতু। ২০১৯-এ শেষবার রাস্তা মেরামত হয়। প্রতিদিন প্রায় দশ হাজার ভারী যান চলাচল করে। সোমবার সকালে ৮-১৬ নম্বর গেট পর্যন্ত অংশে মেরামতির কাজ শুরু হয়। যানজট নিয়ন্ত্রণে রাখতে প্রচুর পুলিশ মোতায়ন হয়েছে। এসডিপিও (ফরাক্কা) ওয়াসিম খান, আইসি (ফরাক্কা) দেবব্রত চক্রবর্তী দাঁড়িয়ে থেকে নিয়ন্ত্রণ করেন।
আরও পড়ুন-দুর্ঘটনায় হত স্বামী, গুরুতর জখম স্ত্রী
ফরাক্কা বাঁধ প্রকল্পের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার সন্দীপ কুমার জানান, সম্পূর্ণ কাজ শেষ করতে সময় লাগবে প্রায় দু’মাস। তবে তাঁরা ৩০ থেকে ৩২ দিনের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। বাঁধের দু’পারে ট্রাফিক নিয়ন্ত্রণ করে যে স্থানে কাজ চলবে সেই অংশেই শুধু যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে। বাকি অংশ স্বাভাবিক থাকবে।