বিজয়া সম্মিলনীতে সাংসদ শতাব্দী রায়, ২৪ পর্যন্ত অনেক কিছু হবে, শেষ হাসি হাসবেন দিদিই

বিজয়া সম্মিলনীর সভায় ভাষণ দিতে গিয়ে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির লড়াইকে এইভাবেই কটাক্ষ করেন সাংসদ শতাব্দী রায়।

Must read

সংবাদদাতা, রামপুরহাট : ‘‘সামনে চব্বিশে লোকসভা নির্বাচন আছে। তাই চব্বিশ পর্যন্ত নানা ঘটনা ঘটবে। নানা মিথ্যা প্রচার হবে। নানা কাণ্ড হবে। কিন্তু আমাদের লড়াই করতে হবে।’’

আরও পড়ুন-ফরাক্কা ব্যারাজে জাতীয় সড়ক সংস্কারের কাজ শুরু

সোমবার আটলার তেমাথা মোড়ে খরুন অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীর সভায় ভাষণ দিতে গিয়ে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির লড়াইকে এইভাবেই কটাক্ষ করেন সাংসদ শতাব্দী রায়। বলেন, ‘‘কিছুদিন বাদেই পঞ্চায়েত ভোট। তারপর লোকসভা। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন, তার প্রতিটি কথা রেখেছেন। যেভাবে রাজ্যের পাশে থাকার অঙ্গীকার করেছেন, তা রক্ষা করেছেন। আমাদের কর্তব্য, তাঁকে সমর্থন করা। শুধু নিজেদের কাজ করে যাওয়া।’’ পঞ্চায়েতে বুথকর্মী থেকে দলের সকল সৈনিকদের উদ্দেশে শতাব্দী বলেন, ‘‘যে যে পদে আছেন, তিনি সেটুকু দায়িত্ব সহকারে করলেই হবে।” তারপর প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে সাংসদ বলেন, ‘‘যে যাই বলুক, পশ্চিমবঙ্গ মমতারই থাকবে। শেষ হাসি তিনিই হাসবেন।’’

Latest article