অবশেষে জঙ্গিপুরে দমকল কেন্দ্র, জানালেন বিধায়ক

আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হত। এই পরিস্থিতিতে স্থানীয়রা একটি দমকল কেন্দ্র গড়ে তোলার দাবি করে আসছেন দীর্ঘদিন।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরবাসীর জন্য সুখবর এবং স্বস্তির খবর। এবার মুর্শিদাবাদ জেলায় বাড়তে চলেছে আরও একটি দমকলকেন্দ্র। আর সেটি গড়ে উঠবে জঙ্গিপুর মহকুমায়। দমকল দফতর সবুজ সঙ্কেত দিয়েছে বলে জানালেন প্রাক্তন শ্রমমন্ত্রী ও স্থানীয় বিধায়ক জাকির হোসেন। জঙ্গিপুর মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী শহর। এটি মহকুমা শহরও। অথচ এখানে এতদিন কোনও অগ্নিনির্বাপণ কেন্দ্র ছিল না। ফলে বড় অগ্নিকাণ্ড হলে অনেক দূর থেকে আসতে হত দমকলকে। যার জন্য সমস্যা হত।

আরও পড়ুন-বিজয়া সম্মিলনীতে সাংসদ শতাব্দী রায়, ২৪ পর্যন্ত অনেক কিছু হবে, শেষ হাসি হাসবেন দিদিই

আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হত। এই পরিস্থিতিতে স্থানীয়রা একটি দমকল কেন্দ্র গড়ে তোলার দাবি করে আসছেন দীর্ঘদিন। শহরে রয়েছে একাধিক অফিস, আদালত, প্রশাসনিক ভবন, স্কুল, কলেজ, হাসপাতাল এবং ব্যবসায়িক কেন্দ্র। দূর থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এর আগে জঙ্গিপুর শহরে বিভিন্ন সময় আগুন লেগে একাধিক দোকান ভস্মীভূত হয়েছে, শুধুমাত্র কাছাকাছি কোনও দমকল কেন্দ্র না থাকায়। তা নিয়ে বিক্ষোভও দেখিয়েছেন জঙ্গিপুরবাসী। এবার সুরাহা হতে চলেছে। কিন্তু কবে? সাংবাদিক সম্মেলনে জাকির সোমবার বলেন, ‘‘দমকলমন্ত্রী সুজিত বসুর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জঙ্গিপুরবাসীর দাবিকে মান্যতা দিয়েছেন। মন্ত্রী জানিয়েছেন, শীঘ্রই অগ্নিনির্বাপণ কেন্দ্র গড়ে তোলার টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। তা শেষ হলেই নির্মাণকাজ শুরু হবে। ওমরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জমি চিহ্নিত করা হয়েছে।

Latest article