সংবাদদাতা, জলপাইগুড়ি : রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গেলেন উত্তরবঙ্গের ৪ নার্স। সৌজন্যে স্বাস্থ্যসেবায় অসামান্য অবদানের জন্য ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার প্রদানের অনুষ্ঠান। সোমবার রাইসিনা হিলসের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে ২০২১ সালের ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার জয়ী দেশের বিভিন্ন প্রান্তের অন্যান্য নার্সদের পাশাপাশি ডোনা দাস ঘোষ ও স্মিতা করের হাতে স্মারক ও মানপত্র তুলে দেন রাষ্ট্রপতি। এঁদের মধ্যে দু’জন সুমিতা দত্ত এবং নীলিমা দাস ২০২০ সালেই এই পুরস্কার পেয়েছেন।
আরও পড়ুন-আর্থিক মানদণ্ডে সংরক্ষণে সুপ্রিম সায়
কিন্তু সেই সময় করোনা থাকার কারণে এই দু’জনকে ভার্চুয়ালি এই পুরস্কার দেন রাষ্ট্রপতি। এবার করোনার নিষেধাজ্ঞা না থাকায় সোমবার রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে ২০২১ সালের পশ্চিমবঙ্গ থেকে দুই পুরস্কার প্রাপক স্মিতা কর এবং ডোনা দাস ঘোষদের হাতে রাষ্ট্রপতি পুরস্কার তুলে দেন। সেই সঙ্গে ২০২০ সালের পুরস্কার প্রাপকদেরও এদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয় ফটো সেশনের জন্য। এবছর সারা ভারতবর্ষ থেকে ৫১ জন এই পুরস্কার পেয়েছেন। তাঁদের মধ্যে দু’জন পশ্চিমবঙ্গ থেকে পেয়েছেন। এঁদের মধ্যে একজন জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকে কর্মরত, আরেকজন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকে কর্মরত। এই পুরস্কার পেয়ে বেশ খুশি সকলেই। পুরস্কার পাওয়ার পর স্মিতা কর জানালেন, এই পুরস্কার পেয়ে তিনি বেশ খুশি। এই পুরস্কার আগামিদিনে আরও ভাল করে মানুষকে সেবা করতে তাঁকে উদ্বুদ্ধ করল।