ইস্টবেঙ্গলে বিদেশি বদলের তোড়জোড়

কান্তিরাভা স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। সোমবার থেকেই অবশ্য ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করে দিলেন ক্লেটন সিলভারা।

Must read

প্রতিবেদন : চার ম্যাচ খেলে তিনটেই হার! দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে ইস্টবেঙ্গলের। যা পরিস্থিতি, তাতে ম্যাচ থাকলেই আরও একটা পরাজয়ের আতঙ্কে ভুগছেন লাল-হলুদ সমর্থকরা। গতবার লাস্ট বয় হয়ে আইএসএল শেষ করতে হয়েছিল। এবারও কি একই রেজাল্ট অপেক্ষা করছে?

আরও পড়ুন-ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার পেলেন উত্তরবঙ্গের চার নার্স

এই পরিস্থিতিতে শুক্রবার ফের ম্যাচ। কান্তিরাভা স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। সোমবার থেকেই অবশ্য ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করে দিলেন ক্লেটন সিলভারা। বুধবার বেঙ্গালুরু উড়ে যাওয়ার আগে এই ক’টা দিন ফুটবলারদের নিবিড় অনুশীলনের মধ্যে রাখতে চান কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। তবে আগের ম্যাচে লাল কার্ড দেখার জন্য ডিফেন্ডার সার্থক গলুইকে অ্যাওয়ে ম্যাচে পাবেন না স্টিফেন। চোট রয়েছে মিডফিল্ডার শৌভিক চক্রবর্তীরও। তিনিও বেঙ্গালুরু ম্যাচে নেই। ব্রাজিলীয় মিডিও অ্যালেক্স লিমাও চোটে ভুগছেন। সব মিলিয়ে স্টিফেনের কপালের ভাঁজ কিছুতেই কমছে না।

আরও পড়ুন-আর্থিক মানদণ্ডে সংরক্ষণে সুপ্রিম সায়

টানা ব্যর্থতার পরেও আপাতত সাহেব কোচের উপরেই ভরসা রাখছেন লাল-হলুদ কর্তারা। তবে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে বিদেশি নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে জোরকদমে। ব্রাজিলীয় স্ট্রাইকার এলিয়ান্দ্রো পুরোপুরি ফ্লপ। পরিবর্ত হিসেবে কয়েকজন নতুন বিদেশি স্ট্রাইকারের বায়োডাটা ইতিমধ্যেই এসে গিয়েছে লাল-হলুদ তাঁবুতে। লিমা ও স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডার ইভান গঞ্জালেসকে ছেঁটে ফেলা হতে পারে। যদি না তাঁরা পরের ম্যাচগুলোয় অসাধারণ খেলে দেন।

Latest article