কর্মী ছাঁটাইয়ের পথে ফেসবুকও

ট্যুইটারে গণছাঁটাইয়ের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে শোনা যাচ্ছে, এবার গণছাঁটাইয়ের পথে যেতে পারেন মার্ক জুকারবার্গ!

Must read

প্রতিবেদন : ট্যুইটারে গণছাঁটাইয়ের রেশ এখনও কাটেনি। এরই মধ্যে শোনা যাচ্ছে, এবার গণছাঁটাইয়ের পথে যেতে পারেন মার্ক জুকারবার্গ! এক বিশ্বস্ত সূত্রের খবর, চলতি সপ্তাহেই ফেসবুকের মূল সংস্থা মেটার বহু কর্মীর চাকরি যেতে পারে।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, ৯ নভেম্বর থেকেই মেটা এই ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করতে পারে। ফেসবুকের মূল সংস্থা মেটা যে কর্মী ছাঁটাই করতে পারে তার একটা আভাস আগেই মিলেছিল। কারণ সম্প্রতি সংস্থার রোজগার বেশ খানিকটা কমেছিল। আর্থিক পরিস্থিতি একেবারে বেহাল না হলেও টানা দুটি আর্থিক ত্রৈমাসিকে সংস্থার লাভের পরিমাণ অনেকটাই কমেছিল বলে জানা যায়। সে সময় অনেকেই আশঙ্কা করেছিলেন, এবার ফেসবুকেও কর্মী ছাঁটাই হতে পারে।

আরও পড়ুন-ইস্টবেঙ্গলে বিদেশি বদলের তোড়জোড়

গত অগাস্টে মার্ক জুকারবার্গ এক সভায় বলেইছিলেন, সংস্থায় অনেক এমন লোক আছেন যাঁদের এখানে থাকা উচিত নয়। জুকারবার্গের ওই মন্তব্যের পরই কর্মীরা ছাঁটাইয়ের আশঙ্কা করেছিলেন। অবশেষে সেটাই বাস্তবায়িত হতে চলেছে বলে খবর। মনে করা হচ্ছে সংস্থাকে ঢেলে সাজাতে চাইছেন জুকারবার্গ। তবে মেটাতে ছাঁটাই হলেও তার পরিমাণ কখনওই ট্যুইটারের মতো হবে না। সম্প্রতি ট্যুইটার যে হারে ছাঁটাই করেছে তা নিয়ে গোটা দুনিয়াতেই চরম সমালোচনা শুরু হয়েছে। ট্যুইটারের মালিকানা হাতে পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সংস্থার সিইও পরাগ আগরওয়াল অনেককেই ছেঁটে ফেলেন৷

Latest article