মদনমোহনের রাস উৎসবে মাতল কোচবিহার

২০ দিনের এই রাস উৎসবে এরাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বাংলাদেশ, নিম্ন অসম ও বিহার রাজ্যের প্রচুর মানুষ এই মেলায় আসেন।

Must read

সংবাদদাতা, কোচবিহার : মদনমোহনের পুজো, যজ্ঞ দিয়ে শুরু হয় কোচবিহারের রাসমেলা বা রাস উৎসব। সোমবার রাসচক্র ঘুরিয়ে ঐতিহ্যবাহী ১৩৩তম রাস উৎসবের সূচনা হয় কোচবিহারে। রাস উৎসব উপলক্ষে সোমবার সন্ধ্যায় পসার ভাঙার পর মদনমোহন বিগ্রহ মন্দিরের বারান্দায় সিংহাসনে বসানো হয়। এদিন দিনভর উপবাস থেকে মদনমোহন মন্দিরে রাসযাত্রার পুজো, যজ্ঞ এবং বিশেষ পুজোতে অংশ নেন জেলাশাসক পবন কাদিয়ান। তারপর রাসচক্র ঘুরিয়ে রাজ ঐতিহ্যবাহী রাস উৎসবের সূচনা করেন জেলাশাসক।

আরও পড়ুন-কর্মী ছাঁটাইয়ের পথে ফেসবুকও

এরপর সাধারণ দর্শনার্থীরা এই রাসচক্র ঘোরান। এই রাস উৎসব যেন সর্বধর্মের এক সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন। বংশ পরম্পরায় এক মুসলিম সম্প্রদায়ের পরিবার এই রাসচক্র তৈরি করে আসছেন। এই রাসচক্রের উচ্চতা ২২ ফুট। ২০ দিনের এই রাস উৎসবে এরাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বাংলাদেশ, নিম্ন অসম ও বিহার রাজ্যের প্রচুর মানুষ এই মেলায় আসেন। রাস উৎসবের উপস্থিত ছিলেন মন্ত্রী উদয়ন গুহ, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, পার্থপ্রতিম রায়, বিনয়কৃষ্ণ বর্মন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, জেলা পুলিশ সুপার সুমিত কুমার প্রমুখ।

Latest article