প্রতিবেদন : দেশে এমনিতেই কর্মসংস্থানের হাল শোচনীয়৷ তার উপর চাকরির ক্ষেত্র সংকুচিত করে কয়েক হাজার শিক্ষক পদ বিলোপ করল অসমের বিজেপি সরকার (Assam BJP Government)৷ ছাত্র সংখ্যা বাড়লেও সেই অনুপাতে শিক্ষক বাড়েনি৷ তারপরেও উল্টো পথে হেঁটে ৮ হাজার শিক্ষক পদ বাতিল করার সিদ্ধান্ত বিজেপিশাসিত রাজ্যে। এই সিদ্ধান্তে চাকরিপ্রার্থীদের মধ্যে হতাশা ও উদ্বেগ বেড়েছে৷ বিশেষত রাজ্যের বহু ছেলে-মেয়ে যারা শিক্ষকতার চাকরি খুজছেন তাঁদের মুখের উপরে যেভাবে হিমন্ত বিশ্বশর্মা সরকার চাকরির দরজা বন্ধ করে দিয়েছেন তাতে সকলেই অবাক হয়েছেন। ইতিমধ্যেই রাজ্যের (Assam BJP Government) শিক্ষা দফতর অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের দফতরে একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে শিক্ষা দফতর জানিয়েছে, প্রাথমিক শিক্ষা দফতরের হাতে নিম্ন প্রাথমিক স্কুলের ৪২৬৫ জন এবং উচ্চ প্রাথমিক স্কুলের ৩৭১৫ জন শিক্ষকের মঞ্জুর হওয়া শূন্যপদ এতদিন রিজার্ভ রাখা ছিল। মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে ওই পদগুলির আর প্রয়োজন নেই। মন্ত্রিসভার সেই সিদ্ধান্ত অনুযায়ী ওই ৮০০০ শিক্ষক পদ বাতিল করার অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন মহল থেকে শিক্ষা দফতরের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করা হয়েছে। বিশেষত রাজ্যের যুব সংগঠনগুলি সরকারের এই সিদ্ধান্তকে অমানবিক ও জনবিরোধী বলে সমালোচনা করেছে। কর্মসংস্থানের প্রক্রিয়ায় বিজেপি সরকারের এই কুঠারাঘাতে তীব্র প্রতিক্রিয়া রাজ্যজুড়ে৷
আরও পড়ুন-মোদির ফোন উপেক্ষা করেই অনড় গুজরাতের নির্দল প্রার্থী