মোদির ফোন উপেক্ষা করেই অনড় গুজরাতের নির্দল প্রার্থী

Must read

নয়াদিল্লি : খোদ প্রধানমন্ত্রীর হুঁশিয়ারিতেও কাজ হল না৷ হিমাচলে বিজেপির বিক্ষুব্ধ ও নির্দল প্রার্থী কৃপাল পারমারকে (Kripal Parmar) ভোটে দাঁড়ানো থেকে বিরত করতে নিজেই ফোন করে কার্যত হুমকি দিয়েছিলেন মোদি৷ ভোটের বাজারে স্বয়ং প্রধানমন্ত্রীর ওই ফোনের অডিও ক্লিপিং ভাইরাল হয়েছিল রাজ্য জুড়ে৷ বিরোধীরা অভিযোগ করেছিলেন, অগণতান্ত্রিকভাবে নিজের ক্ষমতার অপব্যবহার করছেন নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পরেও অনড় বিদ্রোহী কৃপাল (Kripal Parmar)৷ ফতেপুর থেকে নির্দল প্রার্থী হয়ে বিধানসভা ভোটে দাঁড়িয়েছেন তিনি৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে কৃপাল পারমার বলেন, ফোনটা যদি দু’দিন আগে আসত তবে অন্যকিছু হলেও হতে পারত৷ মোদি যখন দলের একজন সাধারণ সচিব হিসেবে হিমাচলের দায়িত্বে ছিলেন তখন আমি ছিলাম মন্ত্রী৷ বিজেপি সভাপতি জেপি নাড্ডা বহু বছর ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন৷ ফলে আমাকে যুদ্ধে নামতেই হবে৷

আরও পড়ুন-ত্রিপুরায় বিজেপি জোটে ফের ভাঙন, ইস্তফা দিলেন আরও এক বিধায়ক

Latest article