ত্রিপুরায় বিজেপি জোটে ফের ভাঙন, ইস্তফা দিলেন আরও এক বিধায়ক

Must read

প্রতিবেদন : ত্রিপুরা (BJP-Tripura) বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস মাত্র বাকি। তার আগে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি জোটে অসন্তোষ বেড়েই চলেছে৷ কয়েকজন বিধায়ক ইতিমধ্যেই বিজেপির (BJP-Tripura) সঙ্গত্যাগ করেছেন। এবার বড়সড় ধাক্কা খেল বিজেপি-আইপিএফটি জোট। ইস্তফা দিলেন আইপিএফটির বিধায়ক মেবার কুমার জমাতিয়া। মঙ্গলবার বিধানসভার অধ্যক্ষের কাছে নিজের ইস্তফা পত্র জমা দিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের অনুমান, প্রদ্যোত মানিক্য দেববর্মার দল তিপ্রামথাতে যোগ দিতে পারেন মেবার কুমার। পদত্যাগী বিধায়কের অভিযোগ, মানিক সাহা সরকার সবদিক থেকে ব্যর্থ। ত্রিপুরায় দীর্ঘদিন কোনও নিয়োগ নেই। যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে বিজেপি রাজ্যের ক্ষমতা দখল করেছিল তার কোনওটাই পূরণ করতে পারেনি। মুখ্যমন্ত্রীকে বারবার বলার পরেও তিনি নিষ্ক্রিয়৷ ফলে এই সরকারে থাকা যায় না। বিজেপি জোট ছাড়ার পাশাপাশি মেবার কুমার বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন। তিনি আশারাম বাড়ি কেন্দ্রের বিধায়ক। রাজ্যে বিধানসভা নির্বাচন আর মাস তিনেক পর। তাই ওই কেন্দ্রে আর উপনির্বাচনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ ও রতন চক্রবর্তী। এই নিয়ে গত কয়েক মাসে বিজেপি জোটের ৫ বিধায়ক পদত্যাগ করলেন। এর আগে আইপিএফটির বিধায়ক বুর্বমোহন ত্রিপুরা এবং বৃষকেতু দেববর্মা পদত্যাগ করেন৷ এছাড়া বিজেপির আশিস দাস ও সুদীপ রায়বর্মন বিধায়ক পদ ছাড়েন।

আরও পড়ুন-আধ ডজন বর্ষপূর্তি, ভয়ংকর সেই ‘মিত্রোঁ’ ডাক

Latest article