প্রতিবেদন : আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে নিম্নকক্ষ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্র্যাটদের জোর ধাক্কা দিল প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল। পাশাপাশি উচ্চকক্ষ বা সেনেটেও রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে জোরদার লড়াই চলছে।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, উচ্চকক্ষ বা সেনেটের ৪৯টি আসন নিজেদের দখলে রেখেছে রিপাবলিকানরা। অন্যদিকে ডেমোক্র্যাটরা পেয়েছে ৪৮টি আসন। দুটি আসন গিয়েছে নির্দল প্রার্থীদের ঝুলিতে।
আরও পড়ুন-রোগিণীকে বেদম পেটালেন চিকিৎসক
তবে মার্কিন সংসদের নিম্নকক্ষে রিপাবলিকানদের কাছে জোর ধাক্কা খেয়েছে ডেমোক্রাটরা। মধ্যবর্তী এই নির্বাচনে নিম্নকক্ষে বাইডেনের দল পেয়েছে ১৮৯টি আসন। ট্রাম্পের রিপাবলিকানদের দলের দখলে গিয়েছে ২০৭টি আসন। যদিও হাউসের জাদু সংখ্যা হল ২১৮। উল্লেখ্য, মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের ১০০টির মধ্যে ৩৫টি এবং নিম্নকক্ষে ৪৩৫টি আসনের সবক’টিতে ভোট নেওয়া হয়। ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই দলের তরফেই মধ্যবর্তী এই নির্বাচনী ফলাফলকে যথেষ্ট ইতিবাচক বলে জানানো হয়েছে।
আরও পড়ুন-পুলিশের সামনেই ধর্ষক পিষল নিরাপত্তারক্ষীকে
প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, এই নির্বাচন গণতন্ত্রের জয়। আমেরিকার মানুষের জন্য এটা একটা ভাল খবর। সংবাদমাধ্যম অনেক ঢাকঢোল পিটিয়ে পালাবদলের কথা বললেও সাধারণ মানুষ সেই কথা কানে তোলেননি। এজন্য তাঁদের ধন্যবাদ। ট্রাম্পের পাল্টা দাবি, সাধারণ মানুষ বুঝিয়ে দিয়েছেন তাঁরা কাদের পক্ষে আছেন। এটা অনেক বড় নৈতিক জয়। তবে তিনি আরও ভাল ফলাফলের আশা করেছিলেন।