পুলিশের সামনেই ধর্ষক পিষল নিরাপত্তারক্ষীকে

বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি। তবে পুলিশ চেষ্টা করেও নীরজকে ধরতে পারেনি। নীরজের খোঁজে চলছে জোরদার তল্লাশি।

Must read

প্রতিবেদন : যোগীরাজ্যে এক যুবকের বিরুদ্ধে উঠেছিল সহকর্মীকে ধর্ষণের অভিযোগ। সহকর্মীর অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করতে তার বাড়ি গিয়েছিল পুলিশ। কিন্তু পুলিশের গ্রেফতারি এড়াতে ওই যুবক গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে। পালাতে গিয়ে ওই যুবক আবাসনের এক নিরাপত্তরক্ষীর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। সিসিটিভির ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়েছে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের নয়ডায় এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন-সংস্কারের পরেই ভেঙে পড়েছে ছাদ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম নীরজ সিং। নীরজ নয়ডার ১২০ সেক্টরে আম্রপালি জোডিয়াক সোসাইটির আবাসনে থাকে। ওই যুবক একটি বেসরকারি সংস্থার জেনারেল ম্যানেজার পদে নিযুক্ত। ওই সংস্থারই এক কর্মী নীরজের বিরুদ্ধে তাঁকে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই নীরজ গা ঢাকা দিয়ে বেড়াচ্ছিল। বৃহস্পতিবার সকালে পুলিশ গোপন সূত্রে খবর পায়, জোডিয়াক সোসাইটির আবাসনে ফিরেছে সে। এর পরেই তাকে গ্রেফতারের জন্য সেখানে যায় পুলিশ।

আরও পড়ুন-তাঁত শিল্পের উন্নয়ন নিয়ে এবার নয়া ব্র্যান্ডিং-এর ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

পুলিশের উপস্থিতি টের পেয়েই পালানোর চেষ্টা করে অভিযুক্ত নীরজ। সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে, ওই আবাসনের আন্ডারগ্রাউন্ড পার্কিং লট থেকে তীব্র গতিতে গাড়ি নিয়ে বেরিয়ে আসছে অভিযুক্ত যুবক। আবাসনের গেটের সামনে দাঁড়িয়ে ছিল এক নিরাপত্তাকর্মী। তাঁকে সরে যাওয়ার সুযোগ না দিয়ে তাঁর উপর দিয়েই গাড়ি চালিয়ে দেয় সে। গাড়ির ধাক্কায় অশোক মাভি নামে ওই নিরাপত্তাকর্মী ছিটকে পড়েন। অশোকের গুরুতর চোট লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি। তবে পুলিশ চেষ্টা করেও নীরজকে ধরতে পারেনি। নীরজের খোঁজে চলছে জোরদার তল্লাশি।

Latest article