সংবাদদাতা, বারাসাত : বুথ পর্যায়ের জুনিয়র ইঞ্জিনিয়ারদের সঙ্গে সেচ ভবনে বৈঠক করলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। ইঞ্জিনিয়ারদের দাবি, সেচ দফতরে এমন ঘটনা আগে ঘটেনি। বুধবার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার প্রায় ৫০০ জুনিয়র ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনায় বসেন মন্ত্রী। জানান, এইসব ইঞ্জিনিয়াররাই একদম তৃণমূলস্তরে কাজ করেন। ফলে মাটির খবর তাঁরাই দিতে পারেন। ওঁরাই এই দফতরের মূল স্তম্ভ। তাই তাঁদের বলেছি, মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে, তাঁদের সমস্যার কথা শুনে সিনিয়রদের জানাতে, সেই সঙ্গে মন্ত্রীকেও জানাতে। তাঁদের যদি কোনও সাজেশন থাকে বা তাঁরা যদি মনে করেন, এই কাজটি এখনই করতে হবে, সেটিও দফতরের আধিকারিকদের পাশাপাশি মন্ত্রীকেও জানাতে হবে। যাতে অন্য কেউ বলার আগেই দফতর প্রস্তুত থাকে সেই কাজ করতে। এতে কর্মী ও মন্ত্রীর সমন্বয় বাড়বে, তেমনি কোনও ঘটনা ঘটার আগেই প্রতিহত করা যাবে। সাধারণ মানুষকে অনেকটাই স্বস্তি দিতে পারব।
আরও পড়ুন-কর্মীদের নিয়ে বুথভিত্তিক আলোচনা শুরু তৃণমূলের পঞ্চায়েত ভোট
এদিন তিনি প্রত্যেক জুনিয়র ইঞ্জিনিয়ারকে মোবাইল নম্বর দিয়ে বলেন, কোনও সমস্যা হলে ফোন করে জানাবেন। দ্বিধা করবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চান রাজ্যের মানুষ যেন সমস্যামুক্ত থাকেন। সেই লক্ষ্যেই কাজ করে যেতে হবে।