কর্মীদের নিয়ে বুথভিত্তিক আলোচনা শুরু তৃণমূলের পঞ্চায়েত ভোট

পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে বুথভিত্তিক মিটিং শুরু করলেন বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার।

Must read

সংবাদদাতা, রাজারহাট : পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে বুথভিত্তিক মিটিং শুরু করলেন বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার। মঙ্গলবার জ্যাংড়া-হাতিয়াড়া ২ নম্বর অঞ্চলের প্রায় ৩০টি বুথের কর্মীদের নিয়ে তিনি সভা করেন। আগামী দিনে পরপর প্রতিটি বুথস্তরের কর্মীকে নিয়ে তিনি আলোচনায় বসবেন বলে জানালেন।

আরও পড়ুন-ভোট এলেই বিজেপি ভাঁওতা দেয় মতুয়াদের

কাকলি বলেন, কর্মীরাই দলের সম্পদ, একথা আমাদের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন। তৃণমূলের শক্তি তার কর্মীরা, এটা কর্মীরা বুঝিয়ে দিয়েছে আগেও। আর আগামীতেও আবারও বুঝিয়ে দেবেন বলে সাংসদ দাবি করেন। পাশাপাশি এই আলোচনার মাধ্যমে কর্মীদের সমস্যা, কাজের পদ্ধতি এমনকি সাধারণ মানুষের কাছে তাঁদের গ্রহণযোগ্য সব বিষয় উঠে আসছে। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতেই তৃণমূলস্তরের কর্মীদের সঙ্গে এই বৈঠক অত্যন্ত জরুরি বলে কাকলি দাবি করেন। সভায় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

Latest article