ভোট এলেই বিজেপি ভাঁওতা দেয় মতুয়াদের

বৃহস্পতিবার বললেন বনগাঁর প্রাক্তন সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর।

Must read

সংবাদদাতা, বনগাঁ : ‘আগে ছিল রামমন্দির, এখন হয়েছে নাগরিকত্ব। বিজেপি (BJP) ভোট (Vote) এলেই ভাঁওতা দিচ্ছে মতুয়াদের।’ বৃহস্পতিবার বললেন বনগাঁর প্রাক্তন সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর।

আরও পড়ুন-রাউতের মুখে ফড়নবিশের প্রশংসা!

এদিন ঠাকুরনগরে সভা করতে এসে ২০২৪ সালের আগে সিএএ চালু হবে বলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্যের প্রেক্ষিতে মমতা বলেন, ‘ভোট এলেই বিজেপি নেতাদের নাগরিকত্ব দেওয়ার কথা মনে হয়। ২৪-এ নির্বাচন, সেই কারণে সিএএ নিয়ে বলছে।’ তাঁর প্রশ্ন, ‘১৯৫৫, না ২০১৯, কোন আইনে বিজেপি নাগরিকত্ব দেবে সেটা আগে জানাক। আমরা মতুয়ারা ভারতের নাগরিক। তা সত্ত্বেও যদি নাগরিকত্বের বিষয় আসে, আমাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে।’

Latest article