শয্যাশায়ী ৮০ বছরের বৃদ্ধার বাড়িতে রেশন নিয়ে পৌঁছালেন জেলা শাসক

Must read

সংবদদাতা, আলিপুরদুয়ার: বুধবার থেকে আলিপুরদুয়ারে দুয়ারে রেশন-এর পাইলট প্রজেক্ট চালু হয়েছে। রেশন বিলি করলেন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা। এদিন আলিপুরদুয়ার শহরের ৩ নম্বর ওয়ার্ডে কলেজ পাড়াতে প্রথমে ৮০ বছরের শয্যাশায়ী বৃদ্ধা রাধা আচার্যর বাড়িতে রেশন নিয়ে যান জেলা শাসক।রাধা দেবীর বাড়িতেই মেশিনের সাহায্যে রেশন বন্টনের স্লিপ দিয়ে দেন স্থানীয় রেশন ডিলার। একেবারে বাড়ির দরজায় চাল, গম, সহ অন্যান্য রেশন সামগ্রী দেওয়া হয়।

আরও পড়ুন :“বাচ্চা মেয়ে, প্রচারে আসার জন্য লাফালাফি করছে”, প্রিয়াঙ্কাকে কটাক্ষ ববির

আলিপুরদুয়ারের ৬টি ব্লকের সর্বত্র দুয়ারে রেশন ব্যবস্থা শুরু করে জেলা প্রশাসন। জেলায় মোট ৬৯ টি জায়গায় দুয়ারে রেশন ব্যাবস্থা চালু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত দুয়ারে রেশন দিতে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছান জেলা শাসক আই এ এস সুরেন্দ্র কুমার কুমার মীনা। ছিলেন, মহকুমা শাসক বিপ্লব সরকার-সহ খাদ্য ও সরবরাহ দফতরের আধিকারিকরা। দুয়ারে রেশন পেয়ে খুশি রেশনের উপভোক্তারা।

Latest article