কেশিয়াড়িতে আচমকা টর্নেডো, লন্ডভন্ড হয়ে গেল বাড়িঘর

Must read

সংবাদদাতা: মাটি থেকে উঠছে হাতির শুঁড়ের মত ঘূর্ণায়মাণ বাতাসের স্তম্ভ।। ঘুরতে ঘুরতে এগিয়ে যাচ্ছে। এমন দৃশ্য দেখা গেল পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে। হঠাৎ টর্নেডো লন্ডভন্ড হয়ে গেল নারায়ণগড়ের বেশ কিছু বাড়িঘর।

বুধবার হঠাৎই কেশিয়ারির আকাশে দেখা গেল টর্নেডো। প্রথমে ঝড় শুরু হলেও ধীরে ধীরে তা টর্নেডোর আকার নেয়।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। যার জেরে বেশকিছু এলাকা জলমগ্নও হয়েছে। এই নিয়ে যখন প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে।এরই মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির আকাশে দেখা গেল টর্নেডো। বুধবার দুপুরে কেশিয়াড়ী ব্লকের ৮ নম্বর লালুয়া গ্রাম পঞ্চায়েতের বড়াইগ্রামে হঠাৎ শুরু হয় এই ঝড়। খুব তাড়াতাড়ি সেই ঝড় বদলে যায় টর্নেডো তে। নারায়নগড় এবং কেশিয়ারিতে এই ঝড় স্থায়ী হয় মাত্র কয়েক মিনিট। বিদ্যুতের লাইনের উপরে ভেঙে পরে বেশ কিছু গাছ। গ্রামের অনেকেই ঝড়টিকে ক্যামেরাবন্দি করেছেন। যদিও এই টর্নেডোর প্রভাবে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ব্লক প্রশাসনের আধিকারিকরা খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছান

Latest article