সংবাদদাতা, শিলিগুড়ি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ্যায়ের হাত ধরে এসেছে উন্নয়নের জোয়ার। স্বাস্থ্য ও শিক্ষায় এসেছে গতি। সরকারি হাসপাতালগুলিতে রোগীরা পাচ্ছেন উন্নতমানের পরিষেবা।
আরও পড়ুন-শোষক পোকার হাত থেকে পাকা ধান কাটার আগে কৃষকদের নিদান কৃষি দফতরের
এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মিলবে অত্যাধুনিক পরিষেবা। ১৮ নভেম্বর চালু হতে চলেছে অতিরিক্ত ১০টি শয্যা নিয়ে হাইব্রিড সিসিইউ। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রতিষ্ঠা দিবসের দিনে এইচডিইউ ও হাইব্রিড সিসিইউ। মোট ২৪ ও অতিরিক্ত ১০টি শয্যার হাইব্রিড সিসিইউ। একই সঙ্গে এসএনসিউই। সদ্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিদর্শন শেষে জানান উত্তরবঙ্গ জনস্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুশান্ত রায়।
আরও পড়ুন-খাড়গের উল্টো সুর গেহলটের
উল্লেখ্য, এইমসের ধাঁচে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অত্যাধুনিক সুপার স্পেশ্যালিটি ব্লক তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সেইমতো কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের প্রাপ্য অর্থে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরির কাজ শুরু হয়। ২৫০ শয্যাবিশিষ্ট এই সুপার স্পেশ্যালিটি হাসপাতালটি প্রায় ১৫০ কোটি টাকা প্রকল্প ব্যয়ে বহুতল পরিকাঠামো নির্মাণ করা হয়েছে। মূলত গুরুতর জটিল রোগ, জরুরি ভিত্তিতে অত্যন্ত সংবেদনশীল মস্তিষ্ক ও হৃদযন্ত্রের জটিল অস্ত্রোপচারের সুপার স্পেশ্যালিটির হাত ধরে নয়া অধ্যায় লিখতে চলেছে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।