শোষক পোকার হাত থেকে পাকা ধান কাটার আগে কৃষকদের নিদান কৃষি দফতরের

ফসলের সমূহ বিপদের আশঙ্কা করে রাজ্য কৃষি দফতরের তরফে লিফলেটের মাধ্যমে আদেশনামা চাষিদের মধ্যে বিলি করলেন ব্লকের সহ কৃষি অধিকর্তা ড. পুষ্পিতা রায়

Must read

সংবাদদাতা, সাঁইথিয়া : খেতে আমন ধান কাটার সময় চলে এসেছে। এই সময় শোষক পোকার আক্রমণ শুরু হয়েছে বীরভূমের সাঁইথিয়া ব্লকের ১২টি গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু মৌজায়। ফসলের সমূহ বিপদের আশঙ্কা করে রাজ্য কৃষি দফতরের তরফে লিফলেটের মাধ্যমে আদেশনামা চাষিদের মধ্যে বিলি করলেন ব্লকের সহ কৃষি অধিকর্তা ড. পুষ্পিতা রায়।

আরও পড়ুন-খাড়গের উল্টো সুর গেহলটের

তিনি বলেন, কয়েক দিন ধরে চাষিরা জানাচ্ছিলেন শোষক পোকার উপদ্রবে বেশ কিছু জমির ধান নষ্ট হয়েছে। দু’সপ্তাহ ধরে চাষের জমি পরিদর্শন করেছি। ১২টি পঞ্চায়েতের বেশ কিছু মৌজায়, বিশেষ করে সাংরা গ্রাম পঞ্চায়েতের বড়সাংরা, মালিগ্রাম সোমসা, বনমালডিহি, পারগ্রাম, উত্তর হাজরাপুর, নিরিশা মৌজাগুলি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি সতর্কবার্তা লিফলেট ছাপিয়ে চাষিভাইদের বিলি করে তাঁদের পরামর্শ দেওয়া হয়েছে, ধান পাকার ১০-১৫ দিন বাকি থাকতে নির্দিষ্ট রাসায়নিক বিষ প্রয়োগ করতে হবে। ৮০ শতাংশ ধান পেকে গেলে কেটে নেওয়া ভাল। এছাড়াও শস্যবিমার জন্য প্রতি বছর তাঁদের নাম নথিভূক্ত করতে বলা হয়েছে। পোকার আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি হলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। বিমার মাধ্যমে কিছু অর্থ তুলে দেওয়ার উপায় থাকলে সেই চেষ্টাও করা হবে। প্রসঙ্গত, আমন কাটা শুরু হয় অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে, চলে ১৫ জানুয়ারি পর্যন্ত।

Latest article