মিতা নন্দী, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের বেলপাহাড়িতে (Mamata Banerjee- Jhargram-belpahari) আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মঙ্গলবার। তাঁর জঙ্গলমহল সফরকে কেন্দ্র করে জোর তৎপরতা শুরু হয়েছে। বেলপাহাড়ির সাহাড়ি লাগোয়া কুচলাপাহাড়ির ফুটবলমাঠে তৈরি হচ্ছে বিশাল প্যান্ডেল। পাশেই হয়েছে হেলিপ্যাড। দুপুর প্রায় দুটো নাগাদ মুখ্যমন্ত্রীর সভা। শনিবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল সভাপতি তথা নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু-সহ জেলা নেতারা মুখ্যমন্ত্রীর সভাস্থলের কাজকর্ম ঘুরে ঘুরে দেখেন। এক সময়ে মাওবাদীদের আঁতুড়ঘর বেলপাহাড়ির এই জায়গায় পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর সভা করা বেশ গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে, সভায় মুখ্যমন্ত্রী বেশ কয়েকজনের হাতে পাট্টার কাগজপত্র তুলে দিতে পারেন। আদিবাসী শিল্পীদের দিতে পারেন ধামসা- মাদল। সেই সঙ্গে গুণিজনেদের দেওয়া হবে সংবর্ধনা। তৃণমূল জেলা সভাপতি দুলাল বলেন, ‘জঙ্গলমহলের মানুষের জন্য দিদি অনেক কাজ করেছেন। শান্তি এনেছেন। উন্নয়ন ঘটিয়েছেন। তাই জঙ্গলমহলের মানুষ দিদি ছাড়া আর কাউকে চেনেন না। দিদি আসছেন। দিদির অপেক্ষায় সবাই আছেন।’ এদিকে যেটুকু জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মঙ্গলবারই সম্ভবত কপ্টারে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে আসছেন। সভা শেষে ওই দিন ঝাড়গ্রামের সরকারি অতিথিশালায় থাকতে পারেন বলে এখনও পর্যন্ত ঠিক আছে।
আরও পড়ুন-ফের বাঘের হামলায় হত মৎস্যজীবী