নতুন দায়িত্বে

Must read

প্রতিবেদন : মোহনবাগানে ফিরলেন সঞ্জয় সেন (ATK Mohun Bagan- Sanjoy Sen)। সবুজ-মেরুনের আই লিগ জয়ী কোচকে বড় দায়িত্বে আনল ক্লাব। সিনিয়র দলের পাশাপাশি যুব ফুটবল দলকে শক্তিশালী করতে অনেকদিন আগেই মাঠে নেমেছে মোহনবাগান। সেই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতেই দেশের অন্যতম সেরা কোচকে নতুন ভূমিকায় নিয়ে এল ক্লাব ম্যানেজমেন্ট। হেড অফ ইউথ ডেভেলপমেন্ট হিসেবে এবার থেকে যুব ফুটবল দলের দায়িত্ব সামলাবেন সঞ্জয় (ATK Mohun Bagan- Sanjoy Sen)। নতুন দায়িত্ব পেয়ে তিনি বলেন, ‘‘যুব দল তৈরির জন্য মোহনবাগানের এই ভাবনার সঙ্গে যুক্ত হতে পেরে ভাল লাগছে। বাংলার ফুটবলের উন্নতির জন্য এটা দারুণ পদক্ষেপ। আমি চাই প্রীতম, শুভাশিস, প্রণয়দের মতো আরও ফুটবলার তুলে আনতে। যারা পরবর্তীকালে সিনিয়র দলকে সাহায্য করবে। বাংলার ফুটবলের মুখ উজ্জ্বল করবে।’’ ইতিমধ্যে তিনটি বয়সভিত্তিক দলের ট্রায়ালের মাধ্যমে বেশ কিছু ফুটবলার বেছে নিয়েছে মোহনবাগান। সেরা যুব ফুটবলার নিয়ে দল বাছাইয়ের জন্য স্প্যানিশ কোচ যোশেফ মারিয়া গিলবার্টকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি শহরে এসে কাজও শুরু করেছেন। এই ব্যাপারে তাঁকে সাহায্য করবেন সঞ্জয়।

আরও পড়ুন-বিচারপতি নিয়োগে অকারণ বিলম্ব কেন্দ্রের, ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

Latest article