চিকিৎসার নামে হোমগার্ডের কিডনি চুরি উত্তরপ্রদেশে

Must read

প্রতিবেদন : একের পর এক ঘটনায় প্রশ্ন উঠছে, যোগীর রাজ্যে কি আদৌ আইনের শাসন আছে? খুন, ধর্ষণ, ডাকাতি তো নিত্যদিনের ঘটনা। কিন্তু এবার চিকিৎসার নামে এক হোমগার্ডের কিডনি (kidney- Uttar Pradesh) চুরি করে নেওয়া হল। জানা গিয়েছে, কাসগঞ্জ জেলার নাগলা তাল গ্রামের বাসিন্দা সুরেশ চন্দ্র। গত এপ্রিল মাসের মাঝামাঝি হঠাৎই সুরেশের পেটে প্রবল যন্ত্রণা শুরু হয়। সঙ্গে সঙ্গেই তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। ওই চিকিৎসক তাঁকে পরীক্ষা করে জানান, তাঁর কিডনিতে স্টোন হয়েছে। এই রোগ সারাতে অপারেশন করা দরকার। চিকিৎসকের পরামর্শ মেনে ১৪ এপ্রিল তিনি আলিগড়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে সুরেশের কিডনির স্টোন অপারেশন করা হয়।

১৭ এপ্রিল তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। ছাড়া পাওয়ার সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে জানান, তাঁর কিডনির সব স্টোন বের করে দেওয়া হয়েছে। কিছুদিন সুস্থ থাকার পর অক্টোবর মাসের ফের তাঁর পেটে প্রবল যন্ত্রণা শুরু হয়। সুরেশ সঙ্গে সঙ্গেই চিকিৎসকের কাছে যান। ওই চিকিৎসক তাঁকে আলট্রা সাউন্ড পরীক্ষা করতে বলেন। কিন্তু ওই পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরে চক্ষু চড়কগাছ হয়েছে সুরেশের। পরীক্ষার রিপোর্ট থেকে জানা যায়, সুরেশের শরীরে বাঁদিকের কিডনিটি (kidney- Uttar Pradesh) চুরি গিয়েছে। সঙ্গে সঙ্গেই সুরেশ যে হাসপাতালে তাঁর স্টোন অপারেশন হয়েছিল তার সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে পাত্তা দেয়নি। সুরেশ আরও জানিয়েছেন, যে চিকিৎসক তাঁর অপারেশন করেছিল তাকে তিনি চিনতে পারেননি। কারণ তিনি সে সময়ে আচ্ছন্ন অবস্থায় ছিলেন।

আরও পড়ুন-উত্তরপ্রদেশে সন্ধ্যার পর বাইরে যেতে ভয় মহিলাদের, উদ্বেগ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার

সুরেশ বর্তমানে কাশগড় চিপ ডেভেলপমেন্ট অফিসারের দফতরে কর্মরত। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই সিডিও এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। সিডিও জানিয়েছেন, তিনি সিএমওকে অবিলম্বে এই ঘটনার তদন্ত করে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে আলিগড়ের ওই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনও কথা বলতে চায়নি।

Latest article