উত্তরপ্রদেশে সন্ধ্যার পর বাইরে যেতে ভয় মহিলাদের, উদ্বেগ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার

লখনউ সফরের সময় প্রিয়াঙ্কা চোপড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং মহিলাদের অন্যান্য কেন্দ্রে যান এবং তাঁদের সঙ্গে মত বিনিময় করেন।

Must read

প্রতিবেদন : কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব বা বিরোধী দলের নেতা নন, যোগীরাজ্যে নারী সুরক্ষার হাল দেখে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করলেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিন বছর পর সম্প্রতি ভারতে এসেছিলেন অভিনেত্রী। সেসময় ইউনিসেফের দূত হিসাবে তিনি উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে একটি অনুষ্ঠানে যোগ দেন।

আরও পড়ুন-বিচারপতি নিয়োগে অকারণ বিলম্ব কেন্দ্রের, ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

সেখানে অভিনেত্রী পুলিশ কর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন এবং রাজ্যের পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন। সেই কর্মসূচিতেই অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে তাঁকে উত্তরপ্রদেশে মহিলাদের বিরুদ্ধে ক্রমশ বাড়তে থাকা অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে। আলোচনায় এক পুলিশ আধিকারিককে অভিনেত্রী বলেন, উত্তরপ্রদেশে সন্ধ্যা ৭টার পর মহিলারা বেরোতে ভয় পান। ভাইরাল ভিডিওতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়া মহিলা পুলিশ অফিসারের সাথে কথা বলার সময় বলছেন, আপনি আমাকে একটি কথা বলুন, তার মানে উত্তরপ্রদেশের মতো রাজ্যে… আমিও লখনউতে বড় হয়েছি… এখানে ভয়ের পরিবেশ রয়েছে। …বিশেষ করে সন্ধ্যা ৭টার পর। ভাইরাল ভিডিওতে দেখা যায় ওই মহিলা পুলিশ অফিসার প্রিয়াঙ্কা চোপড়ার মন্তব্যের প্রতিবাদ না করে হাসছেন এবং বলছেন আমি আপনাকে তথ্য দেখাব…। ভাইরাল ভিডিওতে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যায় মহিলা সুরক্ষা নিয়ে উইমেন পাওয়ার লাইন সুবিধার খোঁজ নিতেও।

আরও পড়ুন-রাজপরিবারের আপত্তি

পরে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ভিডিওটি শেয়ার করেছেন এবং লিখেছেন, নারী সুরক্ষার বিষয়ে জরুরি আলোচনা হওয়া উচিত। প্রতিদিন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে নারীদের বিরুদ্ধে অপরাধ ও হয়রানির খবর শুনতে পাওয়া যায়। আইন ও পুলিশের দৃষ্টিকোণ থেকে এনিয়ে অনেক কাজ এখনও বাকি। লখনউ সফরের সময় প্রিয়াঙ্কা চোপড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং মহিলাদের অন্যান্য কেন্দ্রে যান এবং তাঁদের সঙ্গে মত বিনিময় করেন।

Latest article