রাজপরিবারের আপত্তি

এই মামলা হয়েছিল ১৯৮৩ সালের ২২ এপ্রিল। এই অবস্থায় সম্পত্তি হস্তান্তর অথবা বাণি​জ্যিক ও অন্য কোনওভাবে ব্যবহার করা যায় না

Must read

নয়াদিল্লি : রাজপরিবারের অনুমতি না নিয়েই রাজস্থানের উদয়পুরে জি ২০ বৈঠকের স্থান নির্বাচন করা হয়েছে। বিষয়টিতে আপত্তি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডিকে চিঠি দিয়েছে মেবারের রাজপরিবার। আগামী ৪ থেকে ৭ ডিসেম্বর জি ২০ গোষ্ঠীর শেরপা বৈঠক হতে চলেছে রাজস্থানে। অনুমতি ছাড়াই তাদের মালিকানাধীন জায়গায় বৈঠকের আয়োজন করায় কেন্দ্রীয় সরকারের ওপর ক্ষুব্ধ রাজপরিবার।

আরও পড়ুন-গ্রেফতারির আশঙ্কা, দুই বিল পাশ ঝাড়খণ্ডে

মহারাণা মহেন্দ্র সিং মেবারের ছেলে যুবরাজ বিশ্বরাজ সিং চিঠিতে জানিয়েছেন, যে জায়গাটিকে বৈঠকের স্থান নির্বাচন করা হয়েছে, সেটি হিন্দু ঐক্য পরিবারের এবং দীর্ঘ কয়েক বছর ধরে জায়গাটি নিয়ে মামলা চলছে। ফলে বিচারাধীন একটি বিষয়কে সরকারি বৈঠকের স্থান নির্বাচনে অন্তর্ভুক্ত করার আগে সম্পত্তির মালিকদের অনুমতি নেওয়ার দরকার ছিল। আপত্তি জানিয়ে আরও বলা হয়েছে, এই সম্পত্তি ২০২০ সালের ৩০ জুন জেলা আদালতের রায় অনুযায়ী, হিন্দু ঐক্য পরিবারের। এই মামলা হয়েছিল ১৯৮৩ সালের ২২ এপ্রিল। এই অবস্থায় সম্পত্তি হস্তান্তর অথবা বাণি​জ্যিক ও অন্য কোনওভাবে ব্যবহার করা যায় না৷

Latest article