তমলুক সমবায় ভোটে লজ্জার হার বিজেপির, পর্যুদস্ত বিরোধী

Must read

প্রতিবেদন : যেটুকু অস্তিত্ব টিম টিম করে জ্বলছিল বিজেপির, মেদিনীপুরে ক্রমশ তা ফ্যাকাশে হচ্ছে। এলাকার মানুষ অধিকারী প্রাইভেট লিমিটেডের চৌর্যবৃত্তি ধরতে পেরেছেন। ফলে একের পর এক সমবায় ভোটে ধূলিসাৎ হচ্ছে গেরুয়া শিবিরের (Tamluk Cooperative Vote- BJP) মেদিনীপুর জয়ের স্বপ্ন। রবিবার শহিদ মাতঙ্গিনী ব্লকের ডিমারি ত্রিশক্তি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল। সেই ভোটের ফল বেরোতেই মুখে কুলুপ এঁটেছেন বিজেপি নেতারা (Tamluk Cooperative Vote- BJP)। তার কারণ, ৬৮ আসনের এই সমবায় সমিতির ৬১ আসনেই নিরঙ্কুশ জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। বাকিদের দূরবিন দিয়ে খুঁজতে হচ্ছে। সিপিএম ৪টি, বিজেপি ২টি এবং কংগ্রেস ১টি আসন পেয়েছে। পঞ্চায়েত ভোটের আগে মানুষের কাছে বিরোধী শিবিরের গ্রহণযোগ্যতার ছবি স্পষ্ট হয়ে গিয়েছে। জেলা সভাপতি বিধায়ক সৌমেন মহাপাত্র বলেছেন, তৃণমূল আরও শক্তিশালী হচ্ছে। গদ্দার এবং হার্মাদদের মানুষ ছুঁড়ে ফেলে দিচ্ছে।

আরও পড়ুন-বালুরঘাট পুরসভায় নিয়োগ শতাধিক

Latest article