দিনের কবিতা

Must read

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee- Poem) তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিটি পর্বেই আপন অভিজ্ঞতা ও সংবেদনের স্বাক্ষর রেখে গিয়েছেন তাঁর নানা রচনায়। কখনও গদ্যে এবং কখনও কবিতায়, সেই স্বাক্ষর হয়ে উঠেছে সমসময়ের ঐতিহাসিক দলিল, অনুসারীদের জন্য গুরুত্বপূর্ণ পথ-নির্দেশ। আবার বৃহত্তর পাঠকসমাজের কাছে এই রচনাবলির সাহিত্য মূল্যও অনন্য। কোনও যুগ-নির্ণায়ক ব্যক্তিত্ব যখন সামাজিক সৃজনের সঙ্গে কাব্যিক সৃজনকে সংযুক্ত করেন, তখন সেই প্রয়াস বিশিষ্ট উচ্চতা পায়, অভূতপূর্ব মাত্রা অর্জন করে।
‘জাগোবাংলা’ আজ থেকে শুরু করছে একটি নতুন সিরিজ— ‘দিনের কবিতা’। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee- Poem) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-লক্ষ্য পঞ্চায়েত ভোট, প্রস্তুতি বৈঠকে তৃণমূল

সরস্বতী

মেয়েরা আমার সরস্বতী
গুণেই বিদ্যাবতী,
বুদ্ধি চর্চায় আরাধ্যা
কর্মে সংস্কৃতি।
মাটির ঘরে চাঁদের আলো
শিক্ষা নিকেতন,
অন্ধকারে জোনাকি জ্যোৎস্না
অঙ্কনে আলাপন।
আমার সরস্বতী ঘরের অহঙ্কার
সমাজেও সে আলো,
আমার সরস্বতীর সংস্কৃতিতে অহঙ্কার
সংস্কারেও দীপ জ্বালো।
আমার সরস্বতী বিদ্যা-বুদ্ধিতে
নাসা থেকে ভাষা,
আমার সরস্বতী দিগদিগন্তে
স্বর্ণচূড়ার দিশা।
আমার সরস্বতী সুন্দরী তনয়া
একগুচ্ছ কালো চুলে,
হরিণী আঁখি,
আকাশ স্বপ্নে দুরন্ত মরিয়া।
আমার সরস্বতী দেশ-বিদেশে
আলোক বর্তিকা জ্বালে,
আমার সরস্বতী বাক্যে-বাক্যে
প্রতিরোধ গড়ে তোলে।
আমার সরস্বতী কর্ম নিপুণা
কর্ম দর্শনে সেরা,
আমার সরস্বতী ধানের খেতে
স্বর্ণ ধানে ভরা।
আমার সরস্বতী কন্যাশ্রী
ভবিষ্যতের ভাগ্যশ্রী,
আমার সরস্বতী আঁধারেও আলো,
সারা বিশ্বে বিশ্বশ্রী।
আমার সরস্বতী মানবিক আশা
ভবিষ্যতের অহঙ্কার,
আমার সরস্বতী জয় করবে
মানবে না হারমানা হার।
আমার সরস্বতী এগিয়ে যাবে
জানাই তাদের কুর্নিশ,
শুভ চিন্তনে আলোর দিগন্তে
রইল মোদের আশিস।

Latest article