লক্ষ্য পঞ্চায়েত ভোট, প্রস্তুতি বৈঠকে তৃণমূল

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দিল মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস। রবিবার ছুটির দিন, মুর্শিদাবাদের জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কর্মীদের নিয়ে একটি প্রস্তুতি বৈঠক সারলেন প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী তথা জঙ্গিপুরে তৃণমূল বিধায়ক জাকির হোসেন (Panchayat Election- Jakir Hossain)। আজ ‘জনতার দরবারে’ ছিলেন রঘুনাথগঞ্জ ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম ঘোষ, জঙ্গিপুর পুরপ্রধান মফিজুল ইসলাম প্রমুখ।
বৈঠকে জঙ্গিপুর কেন্দ্রের সমস্ত বুথ এবং অঞ্চল সভাপতি ছাড়াও নির্বাচিত বেশ কিছু সদস্য এবং যাঁরা দীর্ঘদিন দলের হয়ে বিভিন্ন স্তরে কাজ করছেন, তাঁদের ডাকা হয়। জাকির সবাইকে নিজেদের মধ্যে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেন। রঘুনাথগঞ্জ-১ ব্লক তৃণমূল সভাপতি গৌতম ঘোষ বলেন, জঙ্গিপুর বিধানসভায় আটটি গ্রাম পঞ্চায়েত। আজ সমস্ত অঞ্চল সভাপতিকে ডেকে তাঁদের ভোটার লিস্ট দেওয়া হল। সেই তালিকা মিলিয়ে দেখা হবে কারও নাম তালিকায় নাম উঠতে বাকি রয়েছে বা বাদ পড়েছে কিনা। দ্রুত কাজ শেষের নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে গ্রামের মানুষের সঙ্গে আরও নিবিড় সংযোগ সাধনে কিছুদিনের মধ্যে জাকির (Panchayat Election- Jakir Hossain) কয়েক হাজার শীতবস্ত্র দেবেন। কোন গ্রামে কতজনকে দেওয়া হবে তা নিয়েও আলোচনা হয়।

আরও পড়ুন-বালুরঘাট পুরসভায় নিয়োগ শতাধিক

Latest article