অমিত মহলী: কথায় আছে বাংলা আজ যা ভাবে গোটা ভারতবর্ষ তা আগামীতে ভাববে। সেই কথা আবারও প্রমাণ করে দিল বাংলার সন্তান শ্লোক। নিউটাউনের একটি বেসরকারি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র। প্রতিবছর শিশুদিবস উপলক্ষে গুগল’এর তরফে একটি ডুডুল অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘ডুডল ফর গুগল’ নামে। দেশের একশোটিরও বেশি শহর থেকে লক্ষাধিক পড়ুয়া অংশগ্রহণ করে। এবারে তার সংখ্যা ছিল পনেরো লক্ষেরও বেশি।
আরও পড়ুন-ঝাড়গ্রামে হবে রেকর্ড ভিড়
অংশগ্রহণে নিয়ম একটাই, প্রথম থেকে দশম শ্রেণির মধ্যে হতে হবে সেই পড়ুয়াকে। বাংলা ও বাঙালি যে চিন্তা-ভাবনার দিকে দেশের প্রথমে বিরাজমান তা শ্লোকের কাজের মধ্য দিয়েই প্রকাশ পেল আবার। চতুর্থ শ্রেণির এই খুদে তার ‘ইন্ডিয়া অন দ্য সেন্টার স্টেজ’ কাজের মাধ্যমে প্রকাশ করল ভারতের ভবিষ্যৎ, যা সে দেখতে চায়। উন্নতশীল এই ভারত হবে সায়েন্স ও টেকনোলজিতে সেরার সেরা। তবে তা অবশ্যই পরিবেশবান্ধব। পরিবেশকে সঙ্গে নিয়েই উন্নতির দিকে এগোতে চায় বাংলার শ্লোক। তার এই কাজ গুগল বেছে নিল সেরার সেরা হিসেবে। ১৪ তারিখ রাতে সম্মানিত করা হয় তাকে। ৫ লক্ষ টাকা স্কলারশিপ ও ২ লক্ষ টাকার টেকনোলজিক্যাল প্যাকেজ পায় সে। তার কাজ ২৪ ঘণ্টার জন্য গুগল তার হোম পেজ’এ প্রদর্শন করে। ঠিক একই ভাবনায় বাংলার সরকার বিগত বছরগুলিতে কাজ করে চলেছে নির্মল বাংলা, সবুজসাথী’র মতো নানা পরিকল্পনার মাধ্যমে।