মুম্বই বিমানবন্দরে সোনা উদ্ধার

তাঁদের কাছে ১ কেজি ওজনের একাধিক সোনার বার ছিল। মোট ৫৩ কেজি সোনা উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য ২৮ কোটি টাকার বেশি।

Must read

প্রতিবেদন : মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দরে উদ্ধার হল বিপুল পরিমাণ সোনা। রবিবার দু’টি আলাদা ঘটনায় ৬১ কেজি সোনা বাজেয়াপ্ত করেন শুল্ক দফতরের আধিকারিকরা। যার বাজারদর ৩২ কোটি টাকা। সোনা পাচারের অভিযোগে পাঁচ মহিলা-সহ ৭ জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

আরও পড়ুন-শ্লোকের হাতে গুগল ডুডলের শিরোপা

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সাত অভিযুক্তের মধ্যে চারজন ভারতীয়। তাঁরা তানজানিয়া থেকে ফিরছিলেন। তাঁদের কাছে ১ কেজি ওজনের একাধিক সোনার বার ছিল। মোট ৫৩ কেজি সোনা উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য ২৮ কোটি টাকার বেশি। অপর একটি ঘটনায় ৮ কেজি সোনা উদ্ধার করেন শুল্ক দফতরের কর্তারা। যার বাজারদর প্রায় ৪ কোটি টাকা। দুবাই থেকে আসা দুই মহিলা-সহ ৩ জন যাত্রীর কাছে ছিল ওই সোনা। একদিনে এত সোনা উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় মুম্বই বিমানবন্দরে।

Latest article