বাড়ল সময়সীমা

২০১৪ ও ২০১৭ সালে যাঁরা টেট পাশ করেছেন তাঁরা যেমন আবেদন করতে পারবেন। স্বচ্ছতা ও মেধার ভিত্তিতেই এই নিয়োগ হবে বলে আশ্বস্ত করেন তিনি।

Must read

প্রতিবেদন: প্রাথমিকে আবেদনের সময়সীমা বাড়ল। অনলাইনে আবেদনের জন্য আরও সাতদিন সময় পাবেন পরীক্ষার্থীরা। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আগেই এই ইঙ্গিত দেওয়া হয়েছিল। সোমবার এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালত জানিয়ে দেয় আগামী সপ্তাহ পর্যন্ত সময় পাবেন পরীক্ষার্থীরা। পর্ষদ জানিয়েছে, এক সপ্তাহের জন্য সময়সীমা তো বাড়ানো হচ্ছেই। প্রয়োজনে তা আরও বাড়ানো হতে পারে।

আরও পড়ুন-মুম্বই বিমানবন্দরে সোনা উদ্ধার

আগামী ১১ ডিসেম্বর টেটের দিন ঘোষণা হয়েছে। প্রায় ৬ বছর পর টেট হচ্ছে এ রাজ্যে। এক সপ্তাহ আগে পর্যন্ত ৭ লক্ষের উপরে আবেদন পড়েছে এই পরীক্ষার জন্য। এর আগে ২০১৭ সালে এই সংখ্যাটা ছিল ২ লক্ষের মতো। বোঝাই যাচ্ছে, এই পরীক্ষা নিয়ে কতটা আগ্রহ তুঙ্গে। এই পরীক্ষা শুধু চাকরি প্রার্থীদের জন্যই তাৎপর্যপূর্ণ নয়, বিরোধীদের নজরেও রয়েছে এই পরীক্ষার গতিবিধি। প্রসঙ্গত, চলতি বছরের সেপ্টেম্বর মাসে পর্ষদ সভাপতি গৌতম পাল সাংবাদিক সম্মেলন করে টেটের দিনক্ষণ ঘোষণা করেন। তিনি জানান, ১১ হাজারের বেশি শূন্যস্থান রয়েছে। ১১ হাজার শূন্যপদের যোগ্য তাঁরাই, যাঁরা টেট পাশ করে গিয়েছেন। ২০১৪ ও ২০১৭ সালে যাঁরা টেট পাশ করেছেন তাঁরা যেমন আবেদন করতে পারবেন। স্বচ্ছতা ও মেধার ভিত্তিতেই এই নিয়োগ হবে বলে আশ্বস্ত করেন তিনি।

Latest article