ইস্টবেঙ্গলে চিলড্রেনস ডে, গোয়া ম্যাচের প্রস্তুতি মোহনবাগানে

ওড়িশাকে হারিয়ে ঘরের মাঠে প্রথম জয় পেতে মরিয়া স্টিফেনের ফুটবলাররা। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে লাল-হলুদ শিবিরে।

Must read

প্রতিবেদন : দু’দিনের বিশ্রাম সেরে সোমবার থেকে ফের প্র্যাকটিস শুরু মোহনবাগানে। রবিবার এফসি গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। তার আগে সোম থেকে বৃহস্পতিবার—টানা চারটে দিন ক্লোজ ডোর প্র্যাকটিস করানোর সিদ্ধান্ত নিয়েছেন কোচ জুয়ান ফেরান্দো। আগের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে জয়ে ফিরেছেন লিস্টন কোলাসোরা।

আরও পড়ুন-বাড়ল সময়সীমা

অন্যদিকে, গোয়া আবার নিজেদের শেষ ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে ১-৩ গোলে হেরেছে। যদিও মোহনবাগান কোচ রীতিমতো সমীহ করছেন গোয়ানদের। অ্যাওয়ে ম্যাচ হলেও গোয়া থেকে তিন পয়েন্ট নিয়েই কলকাতায় ফিরতে চান জুয়ান। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ তালিকার তিন নম্বরে রয়েছে মোহনবাগান। গোয়ার বিরুদ্ধে জয় মানেই লিস্টনদের সামনে দুইয়ে উঠে আসার সুযোগ। পাশাপাশি জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ফ্লোরেন্তিন পোগবাকে ছেড়ে দেওয়া কার্যত নিশ্চিত। পরিবর্ত হিসেবে বাগানে ফিরতে চলেছেন ফিট হয়ে ওঠা স্প্যানিশ ডিফেন্ডার তিরি।

আরও পড়ুন-মুম্বই বিমানবন্দরে সোনা উদ্ধার

এদিকে, বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় যেন বাড়তি অক্সিজেনের কাজ করেছে লাল-হলুদ শিবিরে। ফুরফুরে মেজাজে কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন এবং ফুটবলাররা। সোমবার ছিল শিশুদিবস। সেই উপলক্ষে এদিন ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে আমন্ত্রণ জানানো হয়েছিল বারাকপুরের একটি এনজিও সংস্থার কুড়িজন বাচ্চা ছেলেমেয়েকে। কচিকাঁচাদের সঙ্গে হইহই করে সময় কাটালেন স্টিফেনরা। বাচ্চা ছেলেমেয়েরাও ফুটবলারদের সঙ্গে পাল্লা দিয়ে ড্রিল করল। এমনকী, ফুটবলেও মেতে উঠল। সব মিলিয়ে লাল-হলুদে এই মুহূর্তে ‘ফিল গুড’ হাওয়া বইছে।
শুক্রবার যুবভারতীতে ওড়িশার বিরুদ্ধে পরের ম্যাচ ইস্টবেঙ্গলের। চলতি মরশুমে ঘরের মাঠে এখনও জয় অধরা লাল-হলুদের। যে দুটো ম্যাচ ক্লেটন সিলভারা জিতেছেন, সেই দুটোই এসেছে অ্যাওয়ে ম্যাচ থেকে। ওড়িশাকে হারিয়ে ঘরের মাঠে প্রথম জয় পেতে মরিয়া স্টিফেনের ফুটবলাররা। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে লাল-হলুদ শিবিরে।

Latest article