সংবাদদাতা, বারাকপুর : অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে ও সেচমন্ত্রী পার্থ ভৌমিকের উদ্যোগে অস্থায়ী হকাররা সম্পূর্ণ বিনামুল্যে পেল স্থায়ী ঠিকানা। ৫ কোটি টাকা ব্যয়ে প্রায় দুই শতাধিক হকার এই স্থানীয় ঠিকানা পেয়ে বেজায় খুশি। তাঁরা রাজ্যের মুখ্যমন্ত্রী, সেচমন্ত্রী ও নৈহাটি পুরসভাকে ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন-ডেঙ্গি মোকাবিলায় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
তাঁদের বক্তব্য, দীর্ঘ ৪৭ বছরের প্রতীক্ষার পর তাঁদের সমস্যার অবসান ঘটল। পশ্চিমবঙ্গের বুকে তিনবার রাজনৈতিক ক্ষমতার বদল। অথচ তাঁদের কোনও পরিবর্তন হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নৈহাটির বিধায়ক তথা সেচমন্ত্রী পার্থ ভৌমিক ও নৈহাটি পুরসভার ঐকান্তিক প্রচেষ্টায়, বাম শাসকের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করল মা-মাটি-মানুষের সরকার। নৈহাটির অরবিন্দ রোডের অস্থায়ী হকাররা আজ নিজেদের স্থায়ী ঠিকানা খুঁজে পেলেন সম্পূর্ণ বিনামূল্যে। ১৫৬ জন বস্ত্র ব্যবসায়ী ও ১৬ জন স্বর্ণ ব্যবসায়ী মিলিয়ে মোট ১৭২ জন ব্যবসায়ীকে এদিন নৈহাটি হকার্স মার্কেটে পুনর্বাসন দেওয়া হয় লটারির মাধ্যমে।
আরও পড়ুন-ইস্টবেঙ্গলে চিলড্রেনস ডে, গোয়া ম্যাচের প্রস্তুতি মোহনবাগানে
উপস্থিত ছিলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক, বারাকপুরের সাংসদ অর্জুন সিং, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, বারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক, বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সহ অন্যরা। পুরপ্রধান বলেন, প্রায় ৪৭ বছর আগে বাম জমানায় হকারদের থেকে ৩ লক্ষ ৯০ হাজার টাকা নিয়ে তাঁদের স্থায়ী ব্যবসার জায়গা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তাঁরা সেটা পূরণ করেননি। এমনকী সেই টাকার কোনও হিসেব পাওয়া যায়নি।