প্রতিবেদন : গুজরাতে দুয়ারে নির্বাচন। অধিকাংশ আসনের প্রার্থীদের নাম ঘোষণা হয়ে গিয়েছে। তুঙ্গে প্রচার। এই আবহে মঙ্গলবার গুজরাতের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে একতরফা ভাবে ভূপেন্দ্র প্যাটেলের নাম ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে এড়িয়ে অমিত শাহের এই ঘোষণায় প্রমাণিত গেরুয়া শিবিরে গণতান্ত্রিক রীতিনীতির কোনও বালাই নেই। ট্যুইটারে এমনই অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-চার পুরসভায় আরও ডেপুটি মেয়র
অমিত শাহের সমালোচনা করার পাশাপাশি জে পি নাড্ডাকে ‘পুতুল সভাপতি’ বলেও কটাক্ষ করেন তিনি। মঙ্গলবার দুপুরে ট্যুইটারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‘একজন পুতুল আর একজন এই পুতুলকে নাচান। এই হল বিজেপির নীতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাতের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেছেন। অথচ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা নীরব পুতুল হয়ে শুধুই দর্শক।” তিনি আরও লেখেন, ‘দলে যাদের গণতান্ত্রিক নীতি নেই, নিশ্চিতভাবে দেশের গণতন্ত্রের প্রতি তাদের কোনও বিশ্বাস থাকতে পারে না।’’ দীর্ঘদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন অমিত শাহ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসার পর সভাপতি পদে আসেন জে পি নাড্ডা। কিন্তু অলিখিত ভাবে দলের রাশ সেই অমিত শাহের হাতেই রয়ে গিয়েছে। সেই ছবি এদিন আরও একবার ফুটে উঠল গুজরাতের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণায়। বিজেপিই প্রমাণ করল ওদের দলে গণতন্ত্র নেই।