সংবাদদাতা, কাটোয়া : কাটোয়ার প্রধান উৎসব কার্তিক পুজো এবার দু’বছরের করোনাকালের আক্ষেপ ষোলো আনা পুষিয়ে নিতে তৈরি। পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন ও জনসমাগম নিয়ন্ত্রণে তৎপর পুলিশ, প্রশাসন ও পুরসভা। পুলিশের তরফে ইতিমধ্যে স্মারকগ্রন্থ ও গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে। জেলা পুলিশ সুপার কামনাশিস সেন, বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়রা শান্তি বজায় রেখে আনন্দ করার বার্তা দিয়েছেন। পুজোর মুখে সোমবার শহরবাসীকে নতুন পার্ক উপহার দিল পুরসভা।
আরও পড়ুন-অভিষেকের ট্যুইট বিজেপিতে নেই গণতন্ত্র
কারবালাতলা মোড়ে প্রায় ৩৫ লক্ষ টাকায় ‘সম্প্রীতি’ পার্কটি পেয়ে খুশি মানুষ। প্রবীণ নাগরিকদের কথা ভেবে এটি তৈরি হল বলে জানান পুরপ্রধান সমীর সাহা। পুজোর শোভাযাত্রা যাওয়ার পথ সাফাই, নিকাশি নালা ঢাকা, বিকল পথবাতি সারানো, পুরনো পার্কগুলি রং করা-সহ শহর সাজানোর কাজ প্রায় শেষ বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। পুজো উদ্যোক্তাদের ধারণা, এবার কার্তিক লড়াইয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের লাখের উপর মানুষ আসবেন। থিমের চমক দিতে তৈরি তাঁরা। কাটোয়া ডাকঘরের কাছে ঝঙ্কার ক্লাবের মণ্ডপ সাজছে পাঞ্জাবের স্বর্ণমন্দিরের আদলে। সার্কাস ময়দানে আকাশ স্পর্শ করছে বুর্জ খলিফার আদলে ইউনিক মণ্ডপের কাঠামো।