বামেদের কারণেই এসএলএসটিতে বাধা

আলিমুদ্দিন ঘেরাও এবার চাকরিপ্রার্থীদের

Must read

প্রতিবেদন : বামেদের কারণেই এসএলএসটিতে নিয়োগে বাধা। এবার আলিমুদ্দিন ঘেরাও করবেন চাকরিপ্রার্থীরা। সস্তার রাজনীতি এবার বুমেরাং হয়ে এভাবেই ফিরে এসেছে আলিমুদ্দিন স্ট্রিটের অন্দরমহল পর্যন্ত। সৌজন্যে আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য ও তাঁর সাঙ্গপাঙ্গরা। ক্যাবিনেট অনুমোদিত অতিরিক্ত শূন্যপদে শারীরশিক্ষা ও কর্মশিক্ষার (এসএলএসটি)-র (SLST) ১৪০৪টি পদে রাজ্য সরকার নিয়োগের সমস্ত বন্দোবস্ত করে ফেলেছিল, এঁদের কাউন্সেলিংও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু আচমকাই বিকাশ ভট্টাচার্য ও তাঁর দলবল আদালতে মামলা করেন। ফলে আদালতের নির্দেশে এসএলএসটির (SLST) চাকরিপ্রার্থীদের নিয়োগ স্থগিত হয়ে যায়। বিপাকে পড়েন তাঁরা। নিশ্চিত হওয়া চাকরি এভাবে আটকে যাওয়ায় বিকাশ ভট্টাচার্য সিপিএমের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সকলে। বৃহস্পতিবার তাঁরা হুমকি দেন, তাঁদের চাকরি না হলে আলিমুদ্দিনের সিপিএমের সদর দফতর ঘেরাও করবেন। এদিন সন্ধ্যাবেলায় চাকরিপ্রার্থীদের চল্লিশ জনের একটি দল আলিমুদ্দিনে যায়। সিপিএম নেতা রবীন দেবের সঙ্গে কথা বলেন। চাকরিপ্রার্থীরা পরিষ্কার তাঁকে জানিয়ে দেন, আজ শুক্রবার এই মামলার শুনানি রয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। সেখানে কোনওরকম অঘটন ঘটলে। তাঁদের চাকরি আটকে গেলে তাঁরা আলিমুদ্দিন স্ট্রিট স্তব্ধ করে দেবেন।

আরও পড়ুন-মেঘালয়ে অভিষেকের ঘোষণা: রাজ্যের ভূমিপুত্রই হবেন মুখ্যমন্ত্রী

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল, রাজ্য সরকার ছেলেমেয়েদের চাকরি দিতে চাইছে, তার সব ব্যবস্থাও করেছে। কিন্তু বিকাশ ভট্টাচার্য ও সিপিএমের তরফে বারবার হাইকোর্টে মামলা করে তা আটকে দিচ্ছে। এতে সিপিএম বা বিকাশ ভট্টাচার্যের কোনও ক্ষতি না হলেও যাঁদের নিশ্চিত চাকরি হওয়ার কথা তাঁদের ক্ষতি হচ্ছে। বাস্তবে দেখা গেল মুখ্যমন্ত্রীর কথা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। নোংরা রাজনীতির খেলা খেলতে গিয়ে ধরনা মঞ্চে রাজনৈতিক ফায়দা তুলতে গিয়ে আখেরে চাকরিপ্রার্থীদের সর্বনাশই করছে সিপিএম। কিন্তু আর কতদিন? মুখোশ তো খুলে যাচ্ছে।

Latest article