এবার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital- Fire) অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে নামল ফরেন্সিক টিম ও রাজ্য পুলিশের গোয়েন্দা দফতরের আধিকারিকরা। আজ, শুক্রবার হাসপাতাল চত্বর ঘুরে দেখেন ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে ফরেন্সিক টিম। কীভাবে আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
হাসপাতালের (SSKM Hospital- Fire) জরুরি বিভাগে কীভাবে আগুন লাগাল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই পাঁচ সদস্যের একটি টিম গঠন করেছে রাজ্য স্বাস্থ্যদফতর। কমিটিতে এসএসকেএম হাসপাতালের সুপার ও পদস্থ আধিকারিকদের পাশাপাশি স্থানীয় থানার ওসিকেও রাখা হয়েছে। বিশেষজ্ঞ, চিকিৎসক, কলকাতা পুলিশের উচ্চমধ্য অধিকারীদের এই কমিটিতে রেখে এসএসকেএম-এর অগ্নিকাণ্ডের স্থল সরজমিনে পরিদর্শন করে কী কারণে আগুন তা রিপোর্ট দেবে এই কমিটি। এমএসবিপির অধীনে কাজ করবে এই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন। কমিটির রিপোর্টের ভিত্তিতেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে স্বাস্থ্য দফতর। তিনদিনের মধ্যেই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই কমিটিকে।
আরও পড়ুন: এবার কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা
গতকাল রাতে এসএসকেএম হাসপাতালের সিটি স্ক্যান বিল্ডিং-এ আগুন লেগে যায়। একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। রাতেই ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও মন্ত্রী অরূপ বিশ্বাস। দমকল সূত্রে বলা হয়, শর্ট সার্কিটের জেরে আগুন লাগার ঘটনা ঘটে।
শুক্রবার এসএসকেএমের অ্যানেক্স হাসপাতাল পুলিশ হাসপাতালে পেডিয়াট্রিক অঙ্কোলজি বিভাগের উদ্বোধন ছিল। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন বলে মনে হচ্ছে না। অন্তর্ঘাত রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক তদন্তের পাশাপাশি ফায়ার অডিটের কাজ চলছে। তদন্ত রিপোর্ট এলেই আগুনের কারণ স্পষ্ট হবে।