বারুইপুরে মিলল প্রাক্তন নৌসেনার অর্ধেক দেহ

Must read

ফের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে (Baruipur) খুনের ঘটনা। এবার মিলল এক প্রাক্তন নৌসেনার দেহাংশ। ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বছর ৫৪-এর ওই প্রাক্তন নৌসেনা কর্মীর নাম উজ্জ্বল চক্রবর্তী। তাঁর দুটি হাত ও কোমরের নীচ থেকে শরীরের বাকি অংশের কোনও খোঁজ মেলেনি। মুখও প্লাস্টিক দিয়ে আটকানো ছিল। দেহের বাকি অংশের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, নৃশংসভাবে খুন করা হয়েছে উজ্জ্বল চক্রবর্তীকে। গতকাল, বৃহস্পতিবার রাতে বারুইপুর-মল্লিকপুর রোডের ডিহি এলাকার একটি পুকুর থেকে উদ্ধার তাঁর দেহের অংশ। বারুইপুর থানার পুলিশ (Baruipur Police Station) দেহ উদ্ধার করে। আজ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়।

আরও পড়ুন: এসএসকেএম-এর অগ্নিকাণ্ডের তদন্তে ৫ সদস্যের দল গঠন স্বাস্থ্যদফতরের

পারিবারিক সূত্রে খবর, গত ১৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন উজ্জ্বল চক্রবর্তী। আগে নৌসেনা বাহিনীতে কর্মরত থাকলেও বর্তমানে তিনি একটি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন। ১৪ নভেম্বর কাজ থেকে বাড়ি ফেরার পর
আর তাঁকে দেখা যায়নি। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের লোকেরা বারুইপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপরই বৃহস্পতিবার রাতে উদ্ধার হল দেহ। তদন্তে নেমে পুলিশ জেনেছে, সম্প্রতি প্রতিবেশি এক পরিবারের সঙ্গে কিছুদিন আগেই অশান্তি হয়েছিল উজ্জ্বল চক্রবর্তীর। খুনের সঙ্গে সেই ঘটনার কোনও যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Latest article