রাজ্য শাসন করবে মেঘালয়ের ভূমিপুত্রই, বিজেপি সরকারকে তুলোধনা করে বার্তা অভিষেকের

Must read

লক্ষ্য মেঘালয়ের বিধানসভা নির্বাচন। সেই কারণেই মেঘালয় সফরে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee- Meghalaya-Tura)। এবার সেই রাজ্যের তুরায় এক জনসভায় উপস্থিত হয়ে বিজেপি সরকারকে তুলোধনা করলেন তিনি। একইসঙ্গে তিনি (Abhishek Banerjee- Meghalaya-Tura) বার্তা দিলেন, “মেঘালয়ে এখানকার ভূমিপুত্র দ্বারা পরিচালিত হবে, দিল্লি বা গুয়াহাটি দ্বারা নয়।”

আরও পড়ুন: এবার কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

তিনি উল্লেখ করেন :-

– পূর্ব এবং দক্ষিণ-পূর্ব চিরকাল উপেক্ষিত থেকেছে
– মেঘালয় দিল্লির কাছে মাথা নত করবে না
– অল্প দিনেই ১ লক্ষ সক্রিয় সদস্য তৈরি হয়েছে মেঘালয়ে
-নেতৃত্বের অভাবে গত সাড়ে চার বছর ধরে মেঘালয় পিছিয়ে রয়েছে, এবার উন্নয়ন দরকার
-একমাত্র রাজনৈতিক দল তৃণমূল যে মাথানত করে না বিজেপির কাছে
-মেঘালয় এখানকার ভূমিপুত্র দ্বারা পরিচালিত হবে, গুয়াহাটি বা দিল্লি দ্বারা নয়
-আগামী দিনে মেঘালয়ের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য
-মেঘালয়ে উন্নয়নের প্রচুর সুযোগ রয়েছে, কিন্তু উপেক্ষিত থাকার জেরেই এখানকার মানুষ বঞ্চিত
-অসমের এনআরসিতে মেঘালয়ের মানুষকে প্রমাণ করতে হচ্ছে তারা মেঘালয়ের, এটা অপমান
-গারো, খাসি ভাষাকে সাংবিধানিক মর্যাদার দাবি তুলেছিল তৃণমূল, সংসদে তার বিরোধিতা করে বিজেপি
-ডবল ইঞ্জিনের অর্থ হলো, ওরা দিল্লি লুটবে, মেঘালয় লুটবে, গুয়াহাটি লুটবে
-এনপিপি-বিজেপি দুটি দল মিলে মেঘালয়ের সাধারণ মানুষকে লুটছে
-মেঘালয়ের টাকা লুট হয়েছে অথচ এখানে ইডি সিবিআই হয় না

Latest article