প্রতিবেদন : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রাকে কেন্দ্র করে ত্রিপুরায় দলের প্রস্তুতি তুঙ্গে। আগামী ২২ সেপ্টেম্বর আগরতলায় ত্রিপুরায় শাসক দল বিজেপির অপশাসনের বিরুদ্ধে পদযাত্রার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এর আগে দু’বার পদযাত্রা করতে চাইলেও ত্রিপুরার বিজেপি সরকার তা কার্যত গায়ের জোরেই বাতিল করে দিয়েছে। যুক্তিসঙ্গত কারণ খুঁজে না পেয়ে প্রথমে বলা হয়েছিল অভিষেকের পদযাত্রার গোটা রুটে অন্য রাজনৈতিক দলের কর্মসূচি আছে। পরে আবার জানানো হয়, গোটা আগরতলা শহরটাই নাকি ‘বুক’ করে রেখেছে একটি দল। তৃণমূলকে আটকাতে বেনজির পদক্ষেপ ও মিথ্যাচারের কুৎসিত নজির তৈরি করেছে রাজ্যের প্রশাসন।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর জন্মদিনকে “ন্যাশনাল জুমলা ডে” বলে কটাক্ষ করলেন মুকুল রায়
১৫ ও ১৬ সেপ্টেম্বর দু-দু’বার তৃণমূলের কর্মসূচি বাতিল করার পর দলের তরফে ২২ সেপ্টেম্বর পদযাত্রার কথা জানিয়ে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়, এবারও অনুমতি না পেলে সটান আদালতে মামলা করা হবে। ত্রিপুরার মাটিতে তৃণমূল কংগ্রেস, সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকাতে বিজেপি নানা ছলচাতুরির আশ্রয় নিচ্ছে, পুলিশ লেলিয়ে দিচ্ছে, একের পর এক নেতার বিরুদ্ধে মামলা করছে।
সমস্ত চাপ অগ্রাহ্য করে মানুষের সমর্থন ও উৎসাহ পাথেয় করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি চালাচ্ছে ত্রিপুরার স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ হোর্ডিং, ব্যানার, ফেস্টুন তো আছেই, চলছে পথসভাও। এর সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও এই পদযাত্রা নিয়ে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। #জিতবে ত্রিপুরা এই স্লোগানকে সামনে রেখেই চলছে এই প্রচার কর্মসূচি।
আরও পড়ুন :ভবানীপুরের মানুষের ক্ষোভে জেরবার টিবরেওয়ালরা
বৃহস্পতিবার ত্রিপুরায় পৌঁছেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডাঃ শান্তনু সেন। শুক্রবার তিনি সোনামুড়ায় লকআপে পুলিশের অত্যাচারে মৃত রাজনৈতিক কর্মী জামাল হোসেনের পরিবারের সঙ্গে দেখা করেন। বলেন, দল সর্বতোভাবে এই পরিবারের পাশে আছে, থাকবে। ডাঃ শান্তনু সেন জানিয়েছেন, পুলিশ লকআপে মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে শনিবার ত্রিপুরা পুলিশের ডিজির সঙ্গে দেখা করবেন তিনি। সঙ্গে থাকবেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। একজন বর্তমান বিচারপতিকে দিয়ে এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছে তৃণমূল কংগ্রেস৷
আরও পড়ুন :জন্মদিনে জনসাধারণকে সাপলুডোর ছকে বসিয়ে মোদির টিকা-রাজনীতি
শুক্রবার তৃণমূল কংগ্রেসের তরফে আগরতলায় ভানু ঘোষ ভবনে ত্রিপুরা সিপিএমের প্রয়াত রাজ্য সম্পাদক গৌতম দাসকে শেষ শ্রদ্ধা জানান ডাঃ শান্তনু সেন। এদিন সকালে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের আয়োজনে বিশ্বকর্মা পুজোতেও উপস্থিত ছিলেন তিনি।