সংবাদদাতা, সিউড়ি : শিশু অধিকার সপ্তাহে জেলার কন্যাশ্রীদের হাতে সাহসিকতার পুরস্কার দিল জেলা প্রশাসন। ব্রহ্ম খণ্ডা বাসাপাড়া উচ্চ বিদ্যালয়ের রোকেয়া খাতুন, চুনপলাশি উচ্চ বিদ্যালয়ের রাফিয়া খাতুন, মহম্মদ বাজারের ড. সুধাকৃষ্ণ হাইস্কুলের রেণুকা খাতুন, কোটাসুর উচ্চ বিদ্যালয়ে ঊর্মিলা বায়েন হোমে থেকে উচ্চমাধ্যমিকে ভাল ফল করেছে। সেই সঙ্গে যোগব্যায়ামে দু’জনকে, একজনকে ভলিবলে, একজনকে হ্যান্ডবলে, একজনকে ব্যাডমিন্টনে পুরস্কৃত হয়।
আরও পড়ুন-
এক পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় শিশুসুরক্ষা ইউনিটের কর্মী, পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও বাচ্চাদের হোমের আবাসিক ও কর্মীরা। উদ্বোধন করেন মহকুমা শাসক অনিন্দ্য সরকার, জেলা শিশু আধিকারিক নিরুপম সিংহ। রবীন্দ্রসদনে অনুষ্ঠানে ছিলেন বিকাশ রায়চৌধুরি, অনন্যা চক্রবর্তী, যশোবন্তী শ্রীমানী, জেলাশাসক বিধান রায়, সুপ্রিয় দাস, অনিন্দ্য সরকার প্রমুখ। বেশ কয়েকজন কন্যাশ্রীকে নিজের বাল্যবিবাহ নিজেই ভাঙার জন্য সাহসিকতার পুরস্কার দেওয়া হয়।