দোহা : কুড়ি বছরের বিশ্বকাপ-খরা কাটাতে নেইমার-ই বাজি সতীর্থ ভিনিসিয়াস জুনিয়রের (Vinicius jr and Neymar)। আর তার জন্য নেইমারকে চাপমুক্ত রাখতে চান রিয়াল মাদ্রিদের তরুণ তুর্কি।
গত দু’টি বিশ্বকাপ হতাশ করেছিলেন নেইমার। তাই কোচ তিতে-সহ গোটা সেলেকাও শিবির চাইছে কাতারে দলের সেরা তারকা যেন চাপমুক্ত হয়ে নিজের সেরাটা দিতে পারে। ভিনিসিয়াস (Vinicius jr and Neymar) যেমন বলেই দিচ্ছেন, ‘‘নেইমার আমাদের প্রজন্মের তরুণ ব্রাজিলীয়দের আদর্শ। খুব অল্প বয়স থেকেই ওকে অনেক চাপ নিতে হয়েছে। এবারের বিশ্বকাপে ওকে চাপমুক্ত রাখার দায়িত্ব আমাদের। সতীর্থদের কাছে থেকে সাহায্য পেলে ও খোলামনে নিজের খেলাটা খেলতে পারবে। যা আমাদের কাপ জয়ের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে।’’
আরও পড়ুন-রোনাল্ডোরা এলেন
শেষ দুটো বছরে উল্কার গতিতে উত্থান ঘটেছে ভিনিসিয়াসের। রিয়ালের জার্সিতে ২২ বছর বয়সি উইঙ্গারের দুরন্ত ফর্ম তাঁর সামনে বিশ্বকাপের দরজা খুলে দিয়েছে। ভিনিসিয়াস জানাচ্ছেন, তিনি জাতীয় দল ও ক্লাবের তারকা সতীর্থদের কাছ থেকে অনেক কিছু শিখেছেন। ভিনিসিয়াসের বক্তব্য, ‘‘নেইমারকে দেখে শিখেছি, কীভাবে প্রতিপক্ষ ডিফেন্ডারদের কড়া ট্যাকল সামলাতে হয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যখন রিয়ালে ছিল, তখন ওকেও এই পরিস্থিতি সামলাতে হয়েছে। করিম বেঞ্জেমা আমাকে বলেছে, বিপক্ষ ডিফেন্ডাররা যখন তোমাকে টার্গেট করছে, তার মানে তুমি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তোমাকে ভয় পেয়েই কড়া ট্যাকল করছে। তবে তোমাকে মাথা ঠান্ডা রেখে মাঠে নিজের সেরাটা দিতে হবে।’’