সংবাদদাতা, কাটোয়া : কাটোয়ার অগ্রদ্বীপের পর এবার নাদনঘাটের সমুদ্রগড়ে শুরু হল শান্তিনিকেতনের ধাঁচে শিল্পসামগ্রীর পসরা বেচাকেনায় গ্রামীণ হাট (Village Market)। রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীদের রোজগার বাড়াতে রাজ্য জুড়ে বসছে এই ধরনের ভ্রাম্যমাণ শিল্পসামগ্রীর হাট। গত দু’বছরে এমন ৩১টি হাট বসেছে। আয় হয়েছে ৩ কোটি টাকার কাছাকাছি। এই আয়ের সবটাই ঢুকেছে শিল্পীদের ভাঁড়ারে। এই ধরনের হাট তাঁদের জীবনযাত্রার মান বাড়িয়েছে বলে জানিয়ে উচ্ছ্বসিত শিল্পীরাও। বোলপুরের শিল্পহাটের আদল বলেই সেখানকার নামেই এই ভ্রাম্যমাণ হাটের (Village Market) নাম রাখা হয়েছে ‘সোনাঝুরি হাট’। কিছুদিন আগে এইরকম হাট বসে কাটোয়ার অগ্রদ্বীপে। এবার নতুন এই হাটের ঠিকানা নাদনঘাটের সমুদ্রগড়ের ‘পথের সাথী’ চত্বরে। হাটের উদ্বোধন করে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘এই ধরনের হাট গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করবে। রাজ্যের কোণে কোণে ছড়ানো হস্তশিল্পীদের আয় বাড়াতে তাঁদের উৎপাদিত সামগ্রী বিপণনে নানা উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সরকারের উদ্যোগে প্রত্যেক বছর সবলা মেলার আয়োজন করে শিল্পীদের পাশে দাঁড়ানো হয়। এছাড়া স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা কোনও মেলায় গেলে তাঁদের যাতায়াত খরচের একটা অংশও দেয় রাজ্য সরকার।’ গত দু’বছরে রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট ৩১টি ‘সোনাঝুরি হাট’ বসেছে। আয় হয়েছে ২ কোটি ৬৩ লক্ষ টাকা। সমুদ্রগড়ের হাটে অগ্রদ্বীপের দারুশিল্প, বাঁকুড়ার টেরাকোটা, বীরভূমের কাঁথাস্টিচ, পিংলার পটশিল্প, কৃষ্ণনগরের পুতুল, দক্ষিণ ২৪ পরগনার পাটশিল্প, মুর্শিদাবাদের সিল্ক, সবংয়ের মাদুর-সহ রাজ্যের নানা প্রান্তের শিল্পীদের হাতের কাজ মিলছে ৬০টি স্টলে।