প্রতিবেদন : প্রথমবার অপেশাদার নভশ্চরদের নিয়ে পৃথিবীর কক্ষপথে পৌঁছে গেল স্পেস ক্রাফট ‘স্পেস এক্স’। এই মহাকাশযানে ছিলেন চারজন যাত্রী। এঁরা কেউই প্রশিক্ষণপ্রাপ্ত নন। এর আগেও এমন মহাকাশযাত্রা হয়েছে। c
আরও পড়ুন-করোনাকে সঙ্গে নিয়েই বাঁচা শুরু এইসব দেশের, হাতিয়ার ভ্যাকসিন
বিশ্বের সবচেয়ে ধনী এলন মাস্কের সংস্থা ‘স্পেস এক্স’-এর মহাকাশযানের যাত্রী ছিলেন ক্যানসারজয়ী হ্যালে আরসেনক্স, ভূতত্ত্ব বিশেষজ্ঞ সিয়ন প্রোক্টর ও মার্কিন বিমানবাহিনীর প্রাক্তন সদস্য ক্রিস সেমব্রোস্কি এবং আইজ্যাকম্যান। ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে সূর্যাস্তের ঠিক আগে স্পেস এক্স রকেটটি উৎক্ষেপণ করা হয়। আইজ্যাকম্যান এই মিশনের কমান্ডার, পাইলট ভূতত্ত্ববিদ প্রোক্টর। উৎক্ষেপণের ১০ মিনিটের মধ্যেই মহাকাশযানটি পৃথিবীর কক্ষপথে পৌঁছয়। পৃথিবীর উপরে ৩৬০ মাইল উচ্চতায় এটি প্রদক্ষিণ করার লক্ষ্য নিয়ে রওনা হয়েছে, যা হাবল স্পেস টেলিস্কোপ থেকেও বেশি। পৃথিবীতে ফিরে এসে আটলান্টিকে মহাকাশযানটির অবতরণ করার কথা।