প্রতিবেদন : এফসি গোয়ার কাছে বিধ্বস্ত মোহনবাগান (Goa vs ATK Mohun Bagan)। আইএসএলে প্রথমবার গোয়ার কাছে হারল সবুজ-মেরুন। রবিবার ফাতোরদা স্টেডিয়ামে ৩-০ গোলে হেরে লিগ টেবলে (League Table) পিছিয়ে পড়ল জুয়ান ফেরান্দোর দল। পুরনো দলের বিরুদ্ধে মর্যাদার লড়াইয়ে শোচনীয় হারে হতাশ বাগানের স্প্যানিশ কোচ। জুয়ানের রক্ষণাত্মক স্ট্র্যাটেজিও প্রশ্নের মুখে। হেরে ৬ নম্বরে নামল জুয়ানের দল। তিনে উঠে এল গোয়া।
টানা চার ম্যাচ অপরাজিত থেকে গোয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান (Goa vs ATK Mohun Bagan)। কিন্তু গোয়ার আক্রমণের সামনে গুটিয়েই থাকল সবুজ-মেরুন। ফলে প্রথমার্ধে প্রতিপক্ষের আক্রমণ সামাল দিতেই ব্যস্ত থাকতে হল মোহনবাগান রক্ষণকে। গোলের নিচে গোলরক্ষক বিশাল কাইথ ত্রাতা হয়ে না দাঁড়ালে বিরতির আগেই এগিয়ে যেতে পারত গোয়া।
বিরতির পর ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নেয় গোয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে এগিয়ে যায় কার্লোস পেনার দল। গোয়ার আইবানভা ডোলিং ডান পায়ের দুর্দান্ত শটে গোল করেন। পিছিয়ে পড়ে ম্যাচে সমতা ফেরানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় জুয়ানের দল। মোহনবাগানের আক্রমণভাগ এদিন চূড়ান্ত ব্যর্থ। পরিবর্ত হিসেবে দুই বিদেশি নোয়া সাদাউয়ি এবং ফেয়ার্স আর্নআউটকে নামিয়ে মোহনবাগানকে ম্যাচ থেকে ছিটকে দেন গোয়ান কোচ পেনা। ৭৬ ও ৮২ মিনিটে আরও দু’টি গোল করে জয় নিশ্চিত করে ফেলে গোয়া। দ্বিতীয় গোলটি করেন সিরিয়ান ডিফেন্ডার ফেয়ার্স এবং তৃতীয় গোলটি করেন মরক্কোর স্ট্রাইকার নোয়া।
আরও পড়ুন-প্রথম দুই ম্যাচে নেই লুকাকু