টানা দুই ম্যাচ হেরে চাপে মহামেডান

Must read

প্রতিবেদন : গোকুলাম কেরালা এফসি-র পর পাঞ্জাব এফসি-র কাছেও হার মহামেডানের (Punjab FC vs Mohammedan SC)। আই লিগের শুরুতেই টানা দুই ম্যাচ হেরে কোণঠাসা কলকাতার অন্যতম প্রধান। গুরগাঁওয়ে রবিবার রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি-র (Punjab FC vs Mohammedan SC) বিরুদ্ধে ১-০ গোলে হেরে গেল মহামেডান। খেলা শুরুর তিন মিনিটের মধ্যেই গোল হজম করে সাদা-কালো ব্রিগেড। স্যামুয়েল লালমুয়ানপুইয়ার সেন্টার থেকে গোল করেন পাঞ্জাবের স্লোভেনিয়ান ফরোয়ার্ড লুকা মাজসেন। তবে গোল খাওয়ার মিনিট দু’য়েকের মধ্যেই সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়ে যায় ব্ল্যাক প্যান্থাররা। একা পাঞ্জাব গোলকিপার কিরণ লিম্বুকে সামনে পেয়েও গোল করতে ব্যর্থ হন মহামেডানের সেরা বিদেশি স্ট্রাইকার মাকার্স যোশেফ।
এর পর ম্যাচের রাশ নিজেদের দখলে নিয়েও গোল করতে পারেনি মহামেডান। দ্বিতীয়ার্ধে সাদা-কালোর আর এক বিদেশি স্ট্রাইকার নাইজেরিয়ার আবিওলা দাউদা মাঠে নামেন। কিন্তু মার্কাস-দাউদা জুটিতেও গোলের দরজা খুলতে পারেনি মহামেডান। এবারের আই লিগের গুরুত্ব অনেকটাই বেশি। কারণ, চ্যাম্পিয়ন হলেই সরাসরি আইএসএল খেলার সুযোগ। তাই শুরুর দুই ম্যাচ হার চিন্তা বাড়াচ্ছে সাদা-কালো শিবিরকে।

আরও পড়ুন-তিন গোলে হার বুমোসদের

Latest article