প্রতিবেদন : আজ সোমবার বিধানসভায় (West Bengal Assembly) দ্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন বিল (আমেন্ডমেন্ট) ২০২২ পেশ করা হবে। প্রথম অর্ধে প্রশ্নোত্তর-মেনশন-জিরো আওয়ারের পর দ্বিতীয়ার্ধে বিলটি পেশ হবে৷ এটির মূল উদ্দেশ্য, কলকাতা এবং হাওড়া কর্পোরেশন ছাড়া রাজ্যের বাকি কর্পোরেশনগুলিতে দু’জন করে ডেপুটি মেয়র থাকবে। কাজে গতি আনতে ও নজরদারির সুবিধার জন্য এই ব্যবস্থা রাখা হচ্ছে। এতে স্বচ্ছতাও বজায় থাকবে। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বললেন, এখন পুরসভা এলাকায় লোকসংখ্যা ও চাপ দুটোই অনেক বেড়ে গিয়েছে। ফলে মেয়রের একার পক্ষে পুরো চাপ নিয়ে কাজ করার থেকে কাজের ডিস্ট্রিবিউশন জরুরি হয়ে পড়েছে। এতে কাজের চাপও কমবে আর পরিষেবাতেও গতি আসবে। পুর ও নগরোয়ন্নয়ন মন্ত্রী হিসেবে বিলটি পেশ করবেন ফিরহাদ হাকিম। এরপর বিলের ওপর আলোচনা হবে। চলতি সপ্তাহের শুক্রবার বিধানসভায় (West Bengal Assembly) নবনির্মিত লাইব্রেরি কাম মিউজিয়ামের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।